উত্তরের চিঠি

ভাবী জেলার সৌন্দর্য নষ্ট করা হচ্ছে কেন?
আলিপুরদুয়ার আমাদের প্রাণের শহর। আলিপুরদুয়ারের প্রধান রাস্তার দু’ধারে এক সময় কিলোমিটারের পর কিলোমিটার ধরে ছিল ব্রিটিশ আমলে পোঁতা সারিবদ্ধ RAIN TREE গাছ। বহু স্থানে ছিল কৃষ্ণচূড়া। আজ সে সব চোখে পড়ে না। বিএফ রোড বড় হয়ে গাছ কাটা পড়েছে। শহর বেড়েছে গাছ কাটা পড়েছে। সে সব গাছ লাগানো হয়নি বা লাগানোর কোনও ভাবনা চিন্তাও করা হয়নি। রোদে খা খা করে বিএফ রোড। গাছ কেটে বাড়ি আর দোকানপাট হচ্ছে। বনদফতরের বা মহকুমাশাসদের এতে কিছু আসে যায় না। যোগগঞ্জ থেকে যে রাস্তাটি চওড়া হচ্ছে গাছ কেটে তাতেও ডিভাইডার-এ গাছ লাগাবার কোনও ব্যবস্থা রাখা হয়নি। শিক্ষিত উচ্চপদাধিকারীদেরও কি শহর পরিকল্পনায় গাছ লাগাবার কোনও ভাবনা জাগ্রত হয় না? দু’মাস ধরে মহকুমার পুরসভা শহরের জঞ্জাল পরিষ্কার করার কাজটি বন্ধ রেখেছে। দুর্গন্ধে চলা দায়। নাক বন্ধ করে চলতে হয়। আবর্জনার স্তূপ এখানে ওখানে দৃশ্যমান। সর্বত্র রোগ জীবাণুর ছড়াছড়ি। আর এর মধ্যেই চলছেন নেতা-মন্ত্রী, ছাত্রছাত্রী, ডাক্তার, আমলা, জনদরদি সবাই। তেমন প্রতিবাদ আজ পর্যন্ত চোখে পড়েনি। আলিপুরদুয়ারের মানুষ হিসেবে এটা ভাবতে হৃদয় ভারাক্রান্ত হয়। শহরের প্রধান সড়কগুলিতেও নোংরার স্তূপ দেখে চোখে জল আসে। হে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ আপনাদের কাছে প্রশ্ন, আর কত দিন এই সুন্দরী আলিপুরদুয়ারকে অবহেলায় ফেলে রাখা হবে? রাস্তাঘাট নোংরা আবর্জনার স্তূপে ঢাকা দেখতে হবে? আর এই শহরের প্রধান সড়কগুলোর বুকে বা দু’ধারে বৃক্ষরোপণই বা কবে হবে?
কষ্ট পেতেন কমল গুহ
কমল গুহ থাকলে কষ্ট পেতেন। তাঁর স্বপ্নের ‘মুক্তমঞ্চ’ তাঁর স্মৃতিসৌধে ঢাকা পড়ে সংস্কৃতিমনা নাগরিকদের বঞ্চিত করছে নানা অনুষ্ঠান থেকে। দিনহাটার রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও যিনি আমৃত্যু সংস্কৃতির অভিভাবক হয়ে ছিলেন তাঁকে কী ভাবে দিনহাটার মানুষেরা ভুলে যাবে? তাঁর মহতী প্রচেষ্টায় গড়ে ওঠা মুক্তমঞ্চ অনাদরে অবহেলায় তাঁর সৌধের পিছনেই কাঁদছে। মুক্তমঞ্চে আজ অনুষ্ঠান হয় না। হেমন্ত বসু কর্নারের সেই সংস্কৃতিক প্রাণোচ্ছল সন্ধ্যাগুলো মানুষ খুব মিস করে। জীবদ্দশাতেই যিনি মানুষের হৃদয়ে জায়গা করেছিলেন মৃত্যুর পর তাঁর সাধের মুক্তমঞ্চের সামনে বিশাল আকারে সৌধ করে তাঁর ইচ্ছাকে কবর দেওয়া ঠিক হয়নি। এমন মানুষ ছিলেন কমল গুহ যাঁর মৃত্যুর পর কাঁদতে দেখেছি অনেককে। কমলদার জন্য লাখ লাখ হৃদয়ে যে সৌধ রয়েছে তার পর কি সৌধের প্রয়োজন পড়ে?





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.