সাতে সাত করবেন, টুর্নামেন্ট শুরুর আগে তা ভাবতেই পারেননি সাইনা। শনিবার রাতে আইবিএল ফাইনালেও বেশ নার্ভাস ছিলেন। মিক্সড ডাবলসে তাঁকে যেন না নামতে হয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন বারবার। ব্যাডমিন্টনের নতুন খেতাব জয়ের পর ভারতীয় ব্যাডমিন্টনের রানির স্বীকারোক্তি এমনই খোলামেলা।
টানা সাত ম্যাচ জিতে টুর্নামেন্টের সেরা সাইনা বলেন, “পরপর সাতটা ম্যাচ জেতা তো আর সোজা নয়। তা পারব, ভাবিওনি। তবে বরাবরই খুব ‘ফোকাসড’ এবং আত্মবিশ্বাসী ছিলাম। জুলিয়েন শেঙ্ক, সিন্ধু প্রত্যেকেই যে যার সেরা খেলাটা খেলেছে। ফলে লড়াইটা খুব কঠিন ছিল।” আইবিএলে নিজের ছন্দ ফিরে পেয়ে খুশি সাইনা বলেন, “ভাল খেলে ছন্দে ফিরলাম, এটাই আমার কাছে বড় ব্যাপার। আশা করি আরও কয়েকটা খেতাব জিতে বছরটা শেষ করতে পারব। ব্যাপারটা যদিও সহজ নয়। তবে নিজের সেরাটাই দেব।” |
শনিবারের ফাইনাল নিয়ে সাইনা বলেন, “আমি সিঙ্গলস প্লেয়ার। তাই মিক্সড ডাবলসটা খেলার ইচ্ছে ছিল না। বারবার প্রার্থনা করছিলাম, জয়রাম জিতলেই ভাল হয়। তা হলে আমাকে আর ইন্দোনেশিয়ার ভাই-বোন জুটির বিরুদ্ধে নামতে হবে না। সত্যি বলতে কী, ওদের বিরুদ্ধে নামতে বেশ ভয়ই করছিল। ঈশ্বরকে ধন্যবাদ, শেষ পর্যন্ত তাই হল।” জয়রাম যখন শেষ সিঙ্গলস ম্যাচে খেলছিলেন, তখন বেশ নার্ভাস হয়ে পড়েন সাইনা। বলেন, “জয়রাম প্রথম গেমে হেরে যাওয়ার পর আমি তো বেশ নার্ভাস হয়ে গিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় গেমে জয়রাম জেতায় যেন হাঁফ ছেড়ে বাঁচলাম।”
পি ভি সিন্ধুর সঙ্গে তাঁর ম্যাচ নিয়ে সাইনা বলেন, “ব্যক্তিগত ভাবে আমার ওপর কোনও চাপ ছিল না। নিজের সেরাটা দিতে চাইছিলাম। সিন্ধুও ভাল খেলেছে। ডাবলসেও যে জিতব আমরা, ভাবিনি। কারণ, ওদের জুটিটা যথেষ্ট ভাল। আমাদের প্লেয়াররা সত্যিই ভাল খেলেছে।” |
জয়ের পরে। অভিনেতা আফতাবের সঙ্গে নিজের ছবি টুইট করলেন সাইনা।
|
আইবিএলের সাফল্য নিয়ে সাইনার বক্তব্য, “সবাই আইপিএলের সঙ্গে তুলনা করছিল। এটা ঠিক নয়। প্রথম বছরই এমন হওয়া সম্ভব নয়। তবু কম সফল তো হয়নি আইবিএল। কয়েক বছরের মধ্যে কিন্তু আইপিএলকে ছুঁয়ে ফেলবে আইবিএল। লড়াই আরও কঠিনও হবে। কারণ, আরও ভাল ভাল সিঙ্গলস প্লেয়ার এখানে খেলতে আসবে। তাদের সঙ্গে খেলে অবশ্য আমারও উন্নতি হবে।” |