আশারামের জেরা শুরু, কালো পতাকা জোধপুরে |
সংবাদসংস্থা • জোধপুর |
যৌন নির্যাতনে অভিযুক্ত আশারাম বাপুকে জোধপুরে নিয়ে এল পুলিশ। দিনভর নাটকের পরে গত রাতে তাঁকে ইনদওর থেকে গ্রেফতার করে জোধপুর পুলিশ। জোধপুরের আশ্রমে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে আশারামের বিরুদ্ধে।
আশারামকে ইনদওর থেকে প্রথমে দিল্লিতে নিয়ে আসা হয়। দিল্লি বিমানবন্দরে হাজির ছিলেন তাঁর বেশ কিছু সমর্থক। বিমানবন্দর ও যন্তর মন্তরের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। গত কয়েক দিনে দু’বার সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে আশারামের সমর্থকরা। তাই কড়া নিরাপত্তা ছিল বিমানবন্দরে। |
|
আদালত থেকে বেরোনোর পথে আশারাম বাপু। জোধপুরে। ছবি: পিটিআই।
|
ঠিক এর উল্টো চিত্র দেখেছে জোধপুর। সেখানে বিমানবন্দর থেকে থানা সর্বত্রই আশারামকে কালো পতাকা দেখিয়েছে বিক্ষোভকারীরা। বিমানবন্দর থেকে আশারামকে মান্দোরে রাজস্থান আর্মড কনস্টেব্যুলারি ব্যাটেলিয়নের ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। কড়া নিরাপত্তায় সেখানে তাঁকে জেরা করে পুলিশ। পরে আশারামকে কোর্টে তোলা হয়। তাঁর এক দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আশারামের বিরুদ্ধে যে নাবালিকা নির্যাতনের অভিযোগ এনেছে তার পরিবার আদতে উত্তরপ্রদেশের শাজাহানপুরের বাসিন্দা। আশারামের গ্রেফতারির দাবিতে সেখানে জেলাশাসকের দফতরের সামনে অনশনে বসেছিলেন ওই কিশোরীর বাবা। আজ সার্কল অফিসার রাজেশ্বর সিংহের হাত থেকে ফলের রস খেয়ে অনশন ভেঙেছেন তিনি। তাঁর দাবি, ক্রমাগত তাঁকে ও পরিবারের অন্য সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। তবে আশারাম শাস্তি না পাওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন।
আশারামকে বিজেপি সমর্থন করছে বলে আজ দাবি করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। তাঁর প্রশ্ন, মহিলা নির্যাতন নিয়ে সুষমা স্বরাজ খুবই সরব। তা হলে আশারামের বিষয়টি নিয়ে আলোচনার সময়ে সংসদে তিনি মুখ বন্ধ রেখেছিলেন কেন? |
পুরনো খবর: ইনদওরের আশ্রম থেকে গভীর রাতে ধৃত আশারাম |
|