মোদীকে প্রার্থী ঘোষণা করতে ফের আসরে সঙ্ঘ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী ঘোষণার জন্য ফের উদ্যোগী হলেন সঙ্ঘ নেতৃত্ব।
সরসঙ্ঘচালক মোহন ভাগবতের ঘনিষ্ঠ ভাইয়াজি জোশী আজ সকালে লালকৃষ্ণ আডবাণীর বাড়িতে গিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার আগে সুষমা স্বরাজও বৈঠক করেন আডবাণীর সঙ্গে। সন্ধ্যায় সভাপতি রাজনাথ সিংহের সঙ্গেও আডবাণী-সুষমার এক প্রস্ত আলোচনা হয়। সঙ্ঘ সূত্রের মতে, দলের অধিকাংশ কর্মী-নেতা মোদীর নাম ঘোষণা করতে চান। |
|
সংখ্যালঘু মোর্চার অনুষ্ঠানে রাজনাথ সিংহকে (বাঁ দিকে)
অভ্যর্থনা। রবিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।
|
পিতৃপক্ষের আগে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দলে ঐকমত্য তৈরির চেষ্টা হচ্ছে। মোদীর পাশাপাশি দিল্লি বিধানসভা নির্বাচনে কাকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরা হবে, তা নিয়েও কথা হয়েছে।
আগামী রবি ও সোমবার দিল্লিতে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি নেতাদের শীর্ষ বৈঠক রয়েছে। সেই বৈঠকে লোকসভা ভোটের কৌশল নিয়ে সবিস্তার আলোচনা হবে। তার আগেই প্রধানমন্ত্রী পদে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে চান সঙ্ঘ নেতৃত্ব, যাতে ঐকমত্য হলে ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন কিংবা তার দিন কয়েক আগে গণেশ চতুর্থীর দিন এই ঘোষণা করা যেতে পারে। তার পর পিতৃপক্ষ পড়ে গেলে আর কোনও ঘোষণা করতে চান না তাঁরা।
ঘোষণা না হলেও কিন্তু মোদীই এখন দলের মুখ হয়ে উঠেছেন। কিন্তু অরুণ জেটলির মতো নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তাঁর নাম এক বার ঘোষণা হয়ে গেলে ভোটের মোড় ঘুরে যাবে। রাজনাথও আজ দলের সংখ্যালঘু সম্মেলনে মোদীর পক্ষে সওয়াল করে বলেন, গুজরাত দাঙ্গা অবশ্যই দুর্ভাগ্যজনক। কিন্তু তার জন্য মোদীকে কোনও ভাবেই দায়ী করা যায় না। |
পুরনো খবর: মোদীকে সামনে আনার দাবি সঙ্ঘের অন্দরেও
|
সন্দিহান গোদরেজ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ভাল হবেন কি না, বলা শক্ত বলে মনে করছেন শিল্পপতি আদি গোদরেজ। অনেকটা রতন টাটার সুরেই একটি বেসরকারি চ্যানেলে গোদরেজ গোষ্ঠীর চেয়ারম্যান বলেন, ‘‘গুজরাতে মোদী ভাল কাজ করেছেন, আমরা জানি। প্রধানমন্ত্রী হলেও তিনি হয়তো ভাল করতে পারেন। কিন্তু কেন্দ্রের দায়িত্বে তাঁকে আগে দেখিনি। তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও ছিলেন না। ফলে বলা শক্ত।” |
|