চিত্রামোড়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় লুঠের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চুরি হল বোলপুরে। এ দিকে, শহরে দিন দিন বাড়তে থাকা চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। বোলপুর ব্যাবসায়ী সমিতি-সহ এলাকার একাধিক সংগঠন ঘটনার তদন্ত করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোলপুর-শান্তিনিকেতন রাস্তার ওপর শহরের একটি ব্যস্ততম এলাকা সুপার মার্কেট। অন্য দিনের মতো শনিবারও রাতে হস্তশিল্পের ব্যবসায়ী বিকাশ রায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বোলপুরের নতুনপল্লি এলাকার বাসিন্দা বিকাশবাবু রবিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে থানায় এবং সংগঠনের কাছে জানান।
দোকানের শাটার ভেঙে ক্যাশ বাক্স থেকে সব টাকা দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে বলে দাবি বিকাশবাবুর। দিবালোকে এলাকায় চুরি, ছিনতাই-সহ ব্যাঙ্কে ডাকাতি পুলিশ কোনও ঘটনার কিনারা না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। বোলপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনিল সিংহ বলেন, “এক মাসের মাথায় শহরের জনবহুল এলাকায় বারে বারে চুরি হচ্ছে। একটি ঘটনারও কিনারা করতে পারছে না পুলিশ। অবিলম্বে চুরি ও ডাকাতির কিনারা না হলে আগামী দিনে পথে নামবে ব্যবসায়ী সমিতি।”
বোলপুর স্টেশন রোড়ের ব্যাঙ্কে কেপমারি, বিদেশি পানীয় দোকানে শাটার ভেঙে চুরি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লুটের মতো রুখতে শুধু শহরের পুলিশই নয়, ইদানিং গ্রামীণ এলাকা থেকে বেশ কিছু যুবককে নিয়োগ করা হয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে সেই ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। তাঁদের দাবি, বোলপুর পুলিশ শুধু বিশিষ্টজনদের সামলাতে ব্যাস্ত থাকে দিনের বেশিরভাগ সময়। বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|