অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনা এবং বিশ্বভারতীর ইন্দিরা গাঁধী কেন্দ্রের যৌথ উদ্যোগে দু’দিনের একটি জাতীয় স্তরের আলোচনা রবিবার হয়ে গেল শান্তিনিকেতনে। আলোচনার বিষয়বস্তু হল ‘স্বামী বিবেকানন্দ এবং ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য’। আয়োজক সংস্থার সম্পাদক অধ্যাপক হরেকৃষ্ণ মিশ্র জানান, অসম, পশ্চিমবঙ্গ,ওড়িশা, ঝাড়খণ্ড, কর্নাটক, উত্তরপ্রদেশ-সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক প্রতিনিধি এই জাতীয় আলোচনায় যোগ দিয়েছেন। স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা এবং যুগোপযোগী চিন্তাধারা ও আদর্শ নিয়ে আমন্ত্রিত বিশিষ্টজন আলোচনা করেন। স্বামিজি নিয়ে ইংরেজি প্রবন্ধ সঙ্কলন ‘দেয়ার থটস’ ও সরস্বতী নদী সম্পর্কিত হিন্দি পুস্তকের বাংলা অনুবাদ প্রকাশের অনুষ্ঠান ছিল। দু’দিনের আলোচনায় কলকাতা রামকৃষ্ণ মিশনের আলাম বাজার মঠের সহ-সভাপতি স্বামী জিতাত্মানন্দ, ওড়িশার নীলগিরি এলাকার নির্দল বিধায়ক প্রতাপচন্দ্র ষড়ঙ্গী-সহ বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
|
বোলপুর থানার পারুলড়াঙা এলাকা থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম হারাধন দাস(৬০)। পারুলড়াঙা সংলগ্ন নিশাপতি কলোনি পাড়ায় তাঁর বাড়ি। তিনি লাগোয়া নার্সারিতে রাত পাহারার কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হারাধনবাবু শনিবারও রাত পাহারার কাজে গিয়েছিলেন। রবিবার সকালে বাড়ি না ফেরায় ছেলে গিয়ে দেখেন, খাটের পাশে হারাধনবাবুর নিথর দেহ পড়ে আছে। পুলিশ জানায়, মৃতের বুকের বাঁ দিকে ও দু’হাতের কব্জির কাছে কালসিটে দাগ রয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য বোলপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
দশ চাকার ট্রাক রাস্তার ধারের একটি কুঁড়েঘরে ঢুকে যাওয়ায় মৃত্যু হল বৃদ্ধার। শনিবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার বোখারিয়া মোড়ে, সাঁইথিয়া-বহরমপুর রাস্তায়। মৃতার নাম ভদ্ররানি মণ্ডল (৬০)। গুরুতর জখম অবস্থায় মৃতার স্বামী সাঁইথিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষোভে এলাকার বাসিন্দারা ওই রাস্তায় রবিবার সকাল ৭টা পর্যন্ত অবরোধ করেন। পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক।
|