দুই পড়শির বিবাদের মধ্যে পড়ে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর। রবিবার সকালে সিউড়ির ১৭ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন পাড়ায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম চক্রধর মণ্ডল (৬৩)। পড়শি প্রশান্ত মিশ্রদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত (৩০৪ ধারা) খুনের মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তিনি তৃণমূলের হয়ে গত পুরভোটে এই ওয়ার্ডে লড়েছিলেন। ঘটনার পরেই অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পাঁচিলে জানালা দেওয়াকে কেন্দ্র করে চক্রধর মণ্ডলের সঙ্গে পড়শি প্রশান্ত মিশ্রের বিবাদ দীর্ঘদিনের। চক্রধরবাবুরা ওই পাঁচিলে একটি জানালা বসিয়েছিলেন। এ দিন সকালে তিনি বাজার থেকে ফিরে দেখেন জানালা খোলা। |
তা নিয়ে বচসা শুরু হয়। ওই প্রাক্তন পুলিশকর্মী দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। এ দিন গণ্ডগোলের সময় তিনি কোনও ভাবে পড়ে গিয়ে অসুস্থ হন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন।
পুলিশের দাবি, মৃতের পুত্রবধূ মধুমিতাদেবী থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, ‘শ্বশুরমশাই হৃদরোগে আক্রান্ত, তা পড়শি প্রশান্ত মিশ্র ও তাঁর ভাই প্রদীপ মিশ্ররা জানতেন। সব জেনেও তাঁরা তাঁকে হেনস্থা করেন। তাঁরা ধাক্কা মারলে পড়ে গিয়ে শ্বশুরমশাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।’ পড়শি দুই ভাই ও তাঁদের স্ত্রীদের নামে অভিযোগ দায়ের করেছেন মৃতের পুত্রবধূ। এ ব্যাপারে সিউড়ির পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “অভিযুক্তরা তৃণমূল কর্মী হলেও এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পারিবারিক বিবাদ।” |