টুকরো খবর
প্রহৃত তৃণমূল, অভিযুক্ত সিপিএম
বোর্ড গঠন করে ফেরার সময়ে তৃণমূলের সদস্য সমর্থকদের আক্রমণ করার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। দেগঙ্গা থানায় সিপিএমের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। শুক্রবার ছিল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন। সিপিএমের পক্ষে সভাপতি হন লিলু মুস্তাফি খানম। সহ-সভাপতি নির্বাচিত হন ফরওয়ার্ড ব্লকের নিমাইচন্দ্র পাল। পুলিশ সূত্রে র খবর, বোর্ডগঠনের পর সিপিএমের লোকজন যখন ফিরছিলেন, স্থানীয় পদ্মপুকুরে চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী ফারুক হোসেন, ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য স্মরজিৎ সর্দার। তৃণমূলের অভিযোগ, ওই সময়ে চায়ের দোকানে ঢুকে বিনা প্ররোচনায় ফারুকের বুকে ক্ষুর চালায় সিপিএমের লোকজন। আটকাতে গেলে স্মরজিৎকে মারা হয়। সিপিএমের দাবি, চায়ের দোকান থেকে তাঁদের প্রতি কটূক্তি করা হচ্ছিল। বাধা দিতে গেলে উল্টে তাদের মারধর করা হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

সচেতনতা অনুষ্ঠান
সম্প্রতি বাল্য বিবাহ, পণপ্রথা এবং মানুষ পাচার রোধের উপর এক অনুষ্ঠানের আয়োজন করে বসিরহাট তথ্য ও সংস্কৃতি দফতর। আলোচনা ছাড়াও ছিল, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর। মহকুমা ও তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক অনুপ কুমার গায়েন জানান, গ্রামের মানুষদের সচেতন করতেই এ ধরনের অনুষ্ঠান।

কোর্টে বিক্ষোভ কামদুনির
কলকাতা হাইকোর্ট এক মাস আগেই নির্দেশ দিয়েছিল, বারাসতের কামদুনিতে কলেজছাত্রীকে গণধর্ষণ ও খুনের মামলায় সাত দিনের মধ্যে চার্জ গঠন করতে হবে। কিন্তু এখনও চার্জ গঠনের কাজ সম্পূর্ণ না-হওয়ায় শুক্রবার বিচার ভবনে বিক্ষোভ দেখালেন কামদুনির বাসিন্দারা। কামদুনি কাণ্ডের সিবিআই তদন্তের দাবিতেও এ দিন ফের সরব হন তাঁরা। সরকারি আইনজীবী দীপক ঘোষ ও অনিন্দ্য রাউত অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (বেঞ্চ-২) সঞ্চিতা সরকারের এজলাসে জানান, হাইকোর্ট সাত দিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ সত্ত্বেও অভিযুক্তদের আইনজীবীরা তুচ্ছ কারণ দেখিয়ে আদালতের সময় নষ্ট করছেন। ধর্ষিতা ও নিহত ছাত্রীর পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় এ দিন সরকারি আইনজীবীদের কাছে চার্জশিটের প্রতিলিপি চান। দীপকবাবু বিচারককে জানান, অভিযোগকারীর আইনজীবীর চার্জশিট পাওয়ার আইনি অধিকার নেই। নিহত ছাত্রীর পরিবারের আইনজীবী মামলার শুনানিতে যোগ দিতে চেয়ে আবেদন জানানোয় তার বিরোধিতা করেন অভিযুক্তদের আইনজীবী ফিরোজ এডুলজি ও সঞ্জীব দাঁ। তাঁরা বিচারককে বিভিন্ন মামলার নিদর্শন দেখিয়ে জানান, শুনানিতে ওই আইনজীবীর সক্রিয় অংশগ্রহণে আইনি বাধা রয়েছে। ওই আইনজীবীর কোনও বক্তব্য থাকলে সাক্ষ্যগ্রহণ পর্বের শেষে লিখিত আকারে তিনি তা জানাতে পারেন। বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২ সেপ্টেম্বর।

পুরনো খবর:

অস্ত্র কাণ্ডে ধৃত আরও এক
সোনারপুরে অপহরণ ও অস্ত্র উদ্ধার কাণ্ডে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। সূর্যদেব পাণ্ডে নামে ওই দুষ্কৃতী বৃহস্পতিবার রাতে সোনারপুর থানার বুড়িয়া এলাকায় ধরা পড়ে। এই নিয়ে ওই ঘটনায় চার জন ধরা পড়ল। শুক্রবার বারুইপুর মহকুমা আদালত তাদের সাত দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছে। এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় তল্লাশি অভিযানে গিয়ে বৃহস্পতিবার ভোরে সোনারপুরের রেনিয়া থেকে তিন জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদেরই এক জনের বাড়িতে ছিল অস্ত্র কারখানা।

পুরনো খবর:

ধর্ষণের দায়ে দণ্ড
তেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণের দায়ে শুক্রবার এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিল বারাসত আদালত। ২০১১-র ২৪ জানুয়ারি কেষ্টপুরের বাসিন্দা নির্মল দাস নামে ওই বৃদ্ধ মেয়েটিকে ঘরে ডেকে ধর্ষণ করে। সরকারি কৌঁসুলী গৌতম ঘোষ জানান, বারাসত আদালতের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অমিত চক্রবর্তী রায় দেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.