কংগ্রেসের সঙ্গে জোট, সমিতি দখল তৃণমূলের
প্রত্যাশিতভাবে জোট গড়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ পঞ্চায়েত সমিতি দখল করল তৃণমূল-কংগ্রেস জোট। ১৩-১৪ ভোটের ব্যবধানে সভাপতি হলেন তৃণমূলের লক্ষ্মী বিশ্বাস ও সহ সভাপতি হন কংগ্রেসের মহম্মদ সিরাজুল ইসলাম। এই পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল সিপিএম। কিন্তু এ দিন কংগ্রেস, তৃণমূল জোট গড়ায় ভোটাভুটিতে হেরে যায় সিপিএম। পরে বিজয় মিছিলে অংশ নেন তৃণমূল ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
এই পঞ্চায়েত সমিতিতে সিপিএম ১১টি আসন পেয়েছিল। তৃণমূল পেয়েছিল ৮টি, কংগ্রেস ৬টি। একক দল হিসেবে সিপিএম সিপিআইকে নিয়ে বোর্ড গঠন করবে বলে নিশ্চিত ছিলেন সকলেই। ব্লক দফতরের সামনে সিপিএমের দলীয় সমর্থকদের ভিড়ও ছিল। গণ্ডগোলের আশঙ্কায় পুলিশ আধিকারিকেরা বিশাল বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। দুপুরে বিডিও ভাস্কর রায় ও ডেপুটি ম্যাজিস্ট্রেট জুলফিকার হাসানের উপস্থিতিতে বোর্ড গঠন শুরু হতেই বদলে যায় চিত্রটা। তৃণমূল,কংগ্রেস জোট করে ভোটাভুটি করে বোর্ড গঠন করে ফেলে।
তৃণমূলের জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে উন্নয়নের কাজ শুরু করেছেন,তার ধারা অব্যাহত রাখতে সিপিএমকে হঠিয়ে তৃণমূলের সভাপতিকে সকলে সমর্থন করেছেন।”
সিপিএম নেতা প্রেমেন্দ্র মিত্রের অবশ্য দাবি, “ব্লকের উন্নয়নের জন্য মানুষ সিপিএমকে চেয়েছিল। অশুভ জোট করে ওরা তার মান্যতা দিল না।”
এ দিন সভাপতি নির্বাচনের পর ব্লক দফতর থেকে বেরিয়ে আসার সময়ে এক সিপিএম সমর্থক জিনাত মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। সিপিএমের দাবি, চক্রান্ত করে দলীয় নেতাদের ফাঁসানো হয়েছে। পুলিশের দাবি, পুরনো মামলায় ধরা হয়েছে জিনাতকে। বসিরহাটের মোট ১০টি পঞ্চায়েত সমিতির পাঁচটির বোর্ড তৈরি হয় এ দিন।
সিরাজুল বাবু বলেন, “উন্নয়নের দিকে লক্ষ্য রেখেই আমরা জোট করেছি।”

কোন পঞ্চায়েত সমিতিতে কে সভাপতি
উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা
ব্যারাকপুর-১: মধুমিতা নিয়োগী (তৃণমূল)
ব্যারাকপুর-২: চিত্তরঞ্জন মণ্ডল (তৃণমূল)
বাগদা: শম্পা অধিকারী (তৃণমূল)
গাইঘাটা: সুব্রত সরকার (তৃণমূল)
বারাসত-২: ইফতিকার আহমেদ (তৃণমূল)
বসিরহাট ২: লক্ষ্মী বিশ্বাস (তৃণমূল)
হিঙ্গলগঞ্জ: তপন মণ্ডল (সিপিএম)
মিনাখাঁ: অনিতা সর্দার (তৃণমূল)
সন্দেশখালি ১: অপর্ণা হালদার (তৃণমূল)
স্বরূপনগর: মিনতি বিশ্বাস (সিপিএম)
ক্যানিং-১: পরেশ দাস (তৃণমূল)
ক্যানিং-২: সওকত মোল্লা (তৃণমূল)
গোসাবা: নীলিমা করণ (তৃণমূল)
বাসন্তী: প্রতিমা মণ্ডল (তৃণমূল)
বারুইপুর: আপছার লস্কর (তৃণমূল)
সোনারপুর: তরুণ মণ্ডল (তৃণমূল)
জয়নগর-২: অঞ্জনা দাস (এসইউসি)
ভাঙড়-১: অনসূয়া নস্কর (তৃণমূল)
ডায়মন্ড হারবার-১: স্বপ্না হালদার (তৃণমূল)
ডায়মন্ড হারবার-২: তাহেরা খাতুন (সিপিএম)
মগরাহাট-১: সব্যসাচী গায়েন (তৃণমূল)
মথুরাপুর-২: পীযূষ বৈরাগী (সিপিএম)





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.