কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিরোধ মেটাতে উদ্যোগী হলেন রাজ্যপাল এম কে নারায়ণন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে অন্তত এক ডজন বিষয় নিয়ে বিরোধ চলছে মনমোহন-সরকারের। এই পরিস্থিতিতে আজ দিল্লিতে এসে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের সঙ্গেও। আগামিকাল তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও বৈঠক করবেন।
রাজ্যপাল নিজেই জানিয়েছেন, বিভিন্ন বিষয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্য আর্থিক প্যাকেজ নিয়েও কেন্দ্রের সঙ্গে কথা বলছেন তিনি। যে সব বিষয়ে কেন্দ্র-রাজ্য মতপার্থক্য রয়েছে, সেগুলি নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে কেন কেন্দ্রীয় মন্ত্রীরা একতরফা ভাবে কথা বলছে? আজ রাজ্যপাল জানান, মোর্চা নেতারা তাঁর সঙ্গে আলোচনা করতে চাইলে তিনি নিজে পাহাড়ের পরিস্থিতি নিয়ে কথা বলতে তৈরি। কিন্তু পাহাড় যে পশ্চিমবঙ্গেরই অঙ্গ, এ বিষয়ে মুখ্যমন্ত্রীর পাশেই থাকছেন তিনি।
বিরোধিতার তালিকায় গত দু’বছরে আর্থিক প্যাকেজের সঙ্গে যোগ হয়েছে আরও বহু বিষয়। তার মধ্যে যেমন গোর্খাল্যান্ডের সমস্যা, স্থলসীমান্ত চুক্তি বা জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়ার মতো গুরুতর বিষয় রয়েছে, তেমনই নয়াচরের বিদ্যুৎ কেন্দ্র বা ব্যারাকপুরে পানীয় জল সরবরাহ প্রকল্পে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের লাল ফিতের ফাঁসের সমস্যাও যোগ হয়েছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা দেওয়ার প্রশ্নে কেন্দ্রের শর্ত নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ক্ষোভ রয়েছে।
|