টুকরো খবর
অজয়ই ফের বেসু-র উপাচার্য
চার বছরের জন্য শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র উপাচার্য হিসেবে ফের নিযুক্ত হতে চলেছেন বর্তমানে ওই দায়িত্বে থাকা অজয় রায়। বৃহস্পতিবার রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রে এ কথা জানানো হয়েছে। বেসু-র প্রাক্তন ছাত্র অজয়বাবু আইআইটি-খড়্গপুরে পড়াতেন। ২০০৯ সালের ১ এপ্রিল বেসু-র উপাচার্য হন। গত ৩১ মার্চ তাঁর চার বছরের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায়। তার পরে ছ’মাসের জন্য সেই মেয়াদ বাড়ানো হয়েছিল। কাল, শনিবার সেই মেয়াদও শেষ হচ্ছে। বেসু-র জন্য নতুন উপাচার্য পেতে গড়া সন্ধানী কমিটিতে ছিলেন আইআইটি-কানপুরের প্রাক্তন অধিকর্তা আনন্দকৃষ্ণন, পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিৎ। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, কমিটি আচার্য-রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে তিন জনের নাম পাঠিয়েছিল। রাজ্যপাল সেই তালিকা থেকে অজয়বাবুকেই বেছে নিয়েছেন।

শিক্ষক প্রশিক্ষণ নিয়ে কর্মশালা
প্রাথমিকের পাঠ্যক্রমে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাঠ্যক্রমও ঢেলে সাজতে চায় রাজ্য সরকার। ওই পাঠ্যক্রমকে জাতীয় স্তরে প্রাসঙ্গিক করে তোলাই এর লক্ষ্য। এই বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই), ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি), রাজ্য সর্বশিক্ষা মিশন প্রকল্পের কর্তাদের নিয়ে দু’দিনের কর্মশালার আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার ওই কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য পরে বলেন, “প্রাথমিক শিক্ষকদের ডিএলএড প্রশিক্ষণের পাঠ্যক্রম জাতীয় স্তরে স্বীকৃতি পেলে এখানকার ছেলেমেয়েদের অন্য রাজ্যে চাকরি পেতেও সমস্যা হবে না। সেটা মাথায় রেখেই এই উদ্যোগ।”

এক লক্ষ বেকারকে ভাতা সেপ্টেম্বরে
রাজ্যের বেকার ছেলেমেয়েদের মাসিক ভাতা দেওয়া হবে বলে চলতি বছরের (২০১৩-’১৪) বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। সেপ্টেম্বর থেকে প্রায় এক লক্ষ বেকার এই ভাতা পাবেন। ভাতার পরিমাণ মাসে দেড় হাজার টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.