টুকরো খবর
বেআইনি মদ বিক্রি, ক্ষোভ
গ্রামে অবৈধ মদ বিক্রির প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে কাশীপুর থানার তালাজুড়ি গ্রামে কাশীপুর-বাঁকুড়া রাস্তা অবরোধ হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি মদ্যপান করার কারণেই অসুস্থ হয়ে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছিল ওই গ্রামের এক যুবকের। ওই ঘটনার পরেই সোমবার সন্ধ্যায় গ্রামের মহিলারা গ্রামে অবৈধ মদের ঠেক ভেঙে দেন। কিন্তু, মদ বিক্রেতারা এ দিন সকালে গ্রামে ঘুরে মদ বিক্রি শুরু করায় বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, বাসিন্দারা কারও বিরুদ্ধে লিখিত অভিযোগ করেননি। মৌখিক অভিযোগ পেয়ে গ্রামে মদের ঝুপড়িগুলিতে অভিযান চালিয়েও কাউকে পাওয়া যায়নি।

খুনের দায়ে যাবজ্জীবন
পড়শিকে পিটিয়ে খুন করার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সাজা হল। মঙ্গলবার পুরুলিয়া আদালতের জেলা ও দায়রা বিচারক সুদীপ নিয়োগী এই সাজা দেন। সাজাপ্রাপ্তের নাম রাজেন্দ্র মুর্মু। বোরো থানার কেন্দাজোড় গ্রামে তাঁর বাড়ি। সরকার পক্ষের আইনজীবী পঙ্কজ গোস্বামী জানান, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর গাছ থেকে পেঁপে পাড়া নিয়ে পড়শি অজিত মুর্মুর সঙ্গে রাজেন্দ্রর ঝগড়া হয়। সেই রাতেই অজিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে রাজেন্দ্র। অজিতের স্ত্রী লক্ষ্মীরানি মুর্মুর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাজেন্দ্রকে গ্রেফতার করে। ঘটনার দু’মাসের মধ্যে পুলিশ চার্জশিট জমা করে। বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করেন।

পুরনো খবর:
নিখোঁজ যুবক
বাঁকুড়ার এক্তেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে বেরিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। মাথু বাউরি নামের ওই যুবকের বাড়ি পুরুলিয়া মফস্সল থানার রাঘবপুরে। তাঁর বাবা ধুম বাউরি বলেন, “১১ অগস্ট ছেলে একা এক্তেশ্বরে জল ঢালতে বের হয়। তারপর সে আর ফেরেনি। খোঁজ করে কোথাও হদিশও মেলেনি।” তিনি পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেনি। পুলিশ জানিয়েছে, ওই যুবকের সন্ধানে তল্লাশি চলছে।

গোপাল বিগ্রহ চুরি গেল ওন্দায়
মন্দিরের দরজার তালা ভেঙে চুরি গেল অষ্টধাতুর গোপাল বিগ্রহ। সোমবার রাতে ওন্দা থানার হটরা গ্রামে চুরির ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, বিগ্রহটি ওই গ্রামের ঘোষ পরিবারের কুলদেবতা। ওই পরিবারের সদস্য কাজল ঘোষের দাবি, “সোমবার রাতে মন্দিরের দরজার তালা ভেঙে আমাদের কুলদেবতা গোপাল ঠাকুরের মূর্তি ও কিছু অলঙ্কার চুরি গিয়েছে। কারা এই কাণ্ড করল বুঝতে পারছি না।” পুলিশ এই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মারধরে জামিন
টিউবওয়েল থেকে জল তোলা নিয়ে পড়শির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্য। রবিবার মানবাজার থানার বারকুড়ি গ্রামের ওই ঘটনায় পুলিশ পরের রাতে দু’জনকে গ্রেফতার করে। মঙ্গলবার আরও তিন জন আদালতে আত্মসমর্পণ করেন। এ দিন পুরুলিয়া আদালতে ৫ জনের জামিন মঞ্জুর হয়। উল্লেখ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তৃণমূলের মহিলা সমিতি সোমবার মানবাজার থানায় বিক্ষোভ দেখিয়েছিলেন।

সৌর লণ্ঠন বিলি
বারিকুল, রানিবাঁধ, হিড়বাঁধ থানার বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সৌর লণ্ঠন বিলি করা হল রানিবাঁধের কাটিআম শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের তরফে। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সুশান্ত চক্রবর্তী, খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্বাস আনসারি, ওই সেবাশ্রমের সম্পাদক স্বামী অক্ষয়ানন্দ প্রমুখ।

যোগশিবির
যোগবিজ্ঞান ও মনোসংযোগের একটি শিবির হল পাত্রসায়র উচ্চ বালিকা বিদ্যালয়ে। আয়োজন করে স্থানীয় বৈদ্যনাথ স্মৃতি কলাকেন্দ্র। শুক্রবার শুরু হওয়া ৩ দিনের এই শিবিরে বহু মানুষ যোগ দেন।

ধর্ষণে জেল
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের দায়ে এক যুবকের ১০ বছরের কারাদণ্ড হল। সাজাপ্রাপ্ত সুরজ দাসের বাড়ি তানাশি গ্রামে। মঙ্গলবার পুরুলিয়ায়।

কুসংস্কার বিরোধী সভা
কুসংস্কার বিরোধী একটি সভা হয়ে গেল বোরো থানার গোলাপাড়া হাইস্কুলে। শনিবার ওই সভা করে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.