|
|
|
|
পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন হয়নি, সমস্যা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
চলতি মাসের গোড়ায় খড়্গপুর পুরসভার পুরপ্রধান নির্বাচিত হন কংগ্রেসের রবিশঙ্কর পাণ্ডে। মাস শেষ হতে চলল। তবে, এখনও পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন হল না রেলশহরে। এতে কিছু সমস্যাও দেখা দিয়েছে। সমস্যায় পড়ছেন একাংশ শহরবাসী। কংগ্রেস নেতৃত্বের অবশ্য আশ্বাস, চলতি সপ্তাহের মধ্যে দলের বৈঠক হবে। সেই বৈঠক থেকে পুরপ্রধান-পারিষদদের নাম চূড়ান্ত করা হবে। নতুন পুরপ্রধান রবিশঙ্করবাবু বলেন, “পুরপ্রধান পারিষদের পদগুলোয় কারা বসবেন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত হবে।” শহর কংগ্রেস সভাপতি অমল দাসের বক্ত ব্য, “দলের বৈঠক ডাকা হবে। বৈঠকে আলোচনার প্রেক্ষিতে এ নিয়ে সিদ্ধান্ত হবে। চলতি সপ্তাহের মধ্যে বৈঠকটি হবে।” দলের এক সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার কিংবা শুক্রবার বৈঠকটি হতে পারে। বৈঠকে দলের কাউন্সিলররাও উপস্থিত থাকবেন।
২০১০ সালের নির্বাচনে জিতে খড়্গপুর পুরসভার ক্ষমতায় এসেছিল তৃণমূল। তিন বছর পর চলতি মাসের গোড়ায় পুরসভার তাদের হাতছাড়া হয়েছে। পুর- মসনদে বসেছে তাদেরই এক সময়ের জোটসঙ্গী কংগ্রেস। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত বছর অনাস্থা এনেছিল কংগ্রেস। পাশে দাঁড়ান এক নির্দল কাউন্সিলর এবং এক বিজেপি কাউন্সিলর।
হাইকোর্টের নির্দেশে গত ৫ অগস্ট পুরপ্রধান নির্বাচিত হয়। ওই দুই কাউন্সিলরের সমর্থন নিয়ে ১৬-১৪ ভোটের ব্যবধানে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে কংগ্রেস। পুরপ্রধান নির্বাচিত হন কংগ্রেসের রবিশঙ্কর পাণ্ডে। রবিশঙ্করবাবু আগে একটানা ১৫ বছর পুরপ্রধান ছিলেন। ১৩ অগস্ট নতুন উপপুরপ্রধান হিসেবে দায়িত্বভার বুঝে নেন কংগ্রেসের চিত্তরঞ্জন মণ্ডল। তবে, পুরপ্রধান পারিষদের পদগুলোয় কারা বসবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যায়।
পূর্ত, জল, ট্যাক্স, কনজারভেন্সি-সহ খড়্গপুর পুরসভায় মোট ৬টি পুরপ্রধান পারিষদের পদ রয়েছে। সঙ্গে আরও দু’টি দফতরের দায়িত্বপ্রাপ্ত পদ রয়েছে। পুরসভা সূত্রে খবর, সাধারণত নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে নতুন পুরপ্রধান এই সব পদে কাউন্সিলরদের দায়িত্ব দেন। কে কোন দফতরের দায়িত্ব সামলাবেন, তা ঠিক করেন। শহর কংগ্রেসের এক নেতা বলছেন, “হাতে কিছু সময় রয়েছে। তার মধ্যেই পুরপ্রধান পারিষদদের নাম চূড়ান্ত করা হবে।” |
পুরনো খবর: ‘গড়’ পুনর্দখল, অকাল হোলি কংগ্রেসের |
|
|
|
|
|