স্কুল শিক্ষককে খুনের নালিশ, গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মদন চৌধুরী ও নিখিল চৌধুরী। মঙ্গলবার বোলপুরের এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক মৈনাক দাশগুপ্ত ধৃতদের জামিন নামাঞ্জুর করেন। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বিচারক প্রথম জনকে ১৪ দিন জেল হাজত এবং অপর জনকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রত্যেক দিনের মতো গত বৃহস্পতিবার সকালে সিয়ান-মুলুক পঞ্চায়তের সিমেদ-বেরগ্রাম সংলগ্ন নিজের জমির চাষ দেখতে বেরিয়েছিলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অভয়রঞ্জন চৌধুরী (৬১)। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাঁর খোঁজ শুরু করেন। গভীর রাতে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই এলাকারই চাষজমির পাশে তাঁর নিথর দেহ উদ্ধার করে। আদতে সিমেদ-বেরগ্রামেরই বাসিন্দা হলেও অভয়বাবু বেশ কয়েক বছর ধরে বোলপুরের কালিকাপুরের বাড়িতে বসবাস করছিলেন। পরে অভয়বাবুর স্ত্রী শান্তাদেবী ওই ঘটনায় বোলপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, জমিজমা সংক্রান্ত গোলমালের জেরেই তাঁর স্বামীকে খুন করা হয়েছে। সিমেদ-বেরগ্রাম এলাকার বাসিন্দা মদন চৌধুরী ও নিখিল চৌধুরীর জমির পাশেই অভয়বাবুর জমি ছিল। তাঁদের সঙ্গে অভয়বাবুর জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল বলে শান্তাদেবীর দাবি। অভিযোগ পেয়ে সোমবাই পুলিশ ওই দুই ব্যক্তিকে ধরে।
|
বধূ খুনে ৩ জনের যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বধূকে পুড়িয়ে মারার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামী, শ্বশুর, শাশুড়ির। মঙ্গলবার রামপুরহাট ফার্স্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুধীর কুমার ওই সাজা শোনান। সাজাপ্রাপ্তরা হল বৈদ্যনাথ ধীবর, মা ওরমা ধীবর, বাবা কার্তিক ধীবর। ময়ূরেশ্বর থানার মাধাইপুর গ্রামে তাদের বাড়ি। সরকারি আইনজীবী উৎপল মুখোপাধ্যায় জানান, ২০১০ সালের ২৪ নভেম্বর সকালে ময়ূরেশ্বর থানার বেজা গ্রামের বাসিন্দা খেলারাম ধীবর জামাই, শ্বশুর, শাশুড়ির বিরুদ্ধে মেয়ে দোলনকে (২৪) পুড়িয়ে খুন করার অভিযোগ দায়ের করেছিলেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা-সহ খুনের মামলা শুরু করে পুলিশ। এ দিন বিচারক তিন জনকে তিন বছর কারাদণ্ড, পণের জন্য বধূকে হত্যার দায়ে যাবজ্জীবন এবং আরও একটি ধারায় যাবজ্জীবন কারদণ্ড-সহ তিন জনকে ১০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও আড়াই বছর কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সব সাজা একসঙ্গে চলবে।
পুরনো খবর: বধূর অগ্নিদগ্ধ দেহ, ময়ূরেশ্বরে খুনে অভিযুক্ত স্বামী-সহ তিন
|
বধূর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ভেতর থেকে দরজা বন্ধ ছিল। প্রতিবেশীরা জানালা দিয়ে দেখতে পান বাড়ির বধূ সিলিং ফ্যান থেকে ঝুলছেন। মঙ্গলবার বিকেলে ইলামবাজার থানার তাতোর এলাকার ওই ঘটনায় খবর দেওয়া হলে দরজা ভেঙে পুলিশ ওই বধূর দেহ উদ্ধার করে। মৃতার নাম সুস্মিতা পাল (২৩)। এ দিনই পুলিশ তাঁর দেহটি ময়না-তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িতে স্বামী ও শাশুড়ির সঙ্গে সুস্মিতাদেবী বাস করতেন। মৃতার স্বামী শ্যামচাঁদ পালের দাবি, ঘটনার সময়ে কাজের সূত্রে তিনি ও তাঁর মা দু’জনেই বাড়ির বাইরে ছিলেন। বোলপুরে থাকার সময়ে পুলিশের কাছ থেকেই স্ত্রীর মৃত্যুর খবর পান বলে শ্যামচাঁদবাবু জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাংসারিক অশান্তির জেরে ওই বধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
|
গত কয়েকদিন ধরে বিএসএনএলের পরিষেবা নিয়ে সমস্যায় পড়েছেন জেলার গ্রাহকেরা। দুবরাজপুর শহরে মোবাইল পরিষেবা চালু থাকলেও বেশ কিছু ল্যান্ডলাইন ফোন ও ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে রবিবার বিকেল থেকেই। মঙ্গলবার বিকাল পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। বিএসএনএল সূত্রে খবর, বাজ পড়ে যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় এই বিপত্তি।
পুরনো খবর: বিপর্যস্ত বিএসএনএল |