২৫ অগস্ট থেকে কামদাকিঙ্কর স্টেডিয়ামে শুরু হয়েছে ৮ দলীয় শৈলেনচন্দ্র দাস উইনার্স ও প্রফুল্ল সাহা রানার্স লিগ কাম নক আউট ফুটবল। পরিচালনায় সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। যোগদানকারী দলগুলি হল পুরন্দরপুর কেশরী সঙ্ঘ, রামপুরহাট কোচিং সেন্টার, পারুলিয়া তরুণ সঙ্ঘ, আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন, মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাব, মেমারি ফুটবল আকাদেমি, সিউড়ি কোচিং সেন্টার ও আয়োজক সংস্থা। উদ্বোধনী ম্যাচে পারুলিয়া ৩-০ গোলে পুরন্দরপুরকে হারায়। আজ, বুধবার খেলবে সিউড়ি কোচিং সেন্টার আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ শম্ভুনাথ চট্টোপাধ্যায়, পিনাকী দত্ত প্রমুখ। ২২ সেপ্টেম্বর ফাইনাল।
|
আজ, বুধবার কীর্ণাহার স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় রামপুরহাট কোচিং সেন্টারের মুখোমুখি হবে বোলপুর টাউন ক্লাব। ২৫ অগস্ট স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী খেলায় আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কাঁন্দরা তরুণ সঙ্ঘকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। অন্য দলগুলি হল— সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন, বোলপুর সুরজিৎ স্মৃতি সঙ্ঘ, কড়েয়া মিলন সমিতি, কাঁকুটিয়া জিওর গাঁওতা। আগামী ১৫ সেপ্টেম্বর ফাইনাল। সংশ্লিষ্ট ক্রীড়া কমিটির সম্পাদক অশোককুমার চন্দ্র জানান, উইনার্স ও রানার্স দলকে যথাক্রমে ৬ হাজার ও ৪ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
|
রামপুরহাট ক্রীড়া সংস্থার পরিচালনায় আজ, বুধবার থেকে শুরু হচ্ছে মহকুমা আন্তঃক্লাব প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগের ফুটবল প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচের প্রথম বিভাগের খেলায় মাড়গ্রাম সোনালি স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারাপীঠ মিলন সমিতি। কাল, বৃহস্পতিবার দ্বিতীয় বিভাগের খেলায় আয়াস নেতাজি বয়েজ ক্লাবের বিরুদ্ধে খেলবে ঘুষকিরা বান্ধব সমিতি। প্রথম বিভাগে ৮টি ক্লাব ও দ্বিতীয় বিভাগে ১২টি ক্লাব যোগ দেবে। আগামী ৫ অক্টোবর দ্বিতীয় বিভাগ ও ৬ অক্টোবর প্রথম বিভাগের ফাইনাল ম্যাচ। |