মেয়র পারিষদকে অপসারণের ঘটনা নিয়ে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব অব্যাহত আসানসোলে। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পুরসভার সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছিল ব্লক কংগ্রেস। কিন্তু সেখানে হাজির হননি কংগ্রেসের অনেক কাউন্সিলরই। প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সম্পাদক আকাশ মুখোপাধ্যায়ের দাবি, এই কর্মসূচিতে দলের অনুমোদনই ছিল না। ব্লক সভাপতি তথা কংগ্রেস কাউন্সিলর মানস দাসের পাল্টা দাবি, ব্লক স্তরের নেতা-কর্মীরা চেয়েছেন বলেই এই কর্মসূচি পালন করা হয়েছে।
এ দিন সকাল সাড়ে ১১টা থেকে দলের বেশ কিছু কাউন্সিলর-সহ কয়েকশো কংগ্রেস সদস্য-সমর্থক অবস্থান-বিক্ষোভ শুরু করেন। সকাল থেকেই পুরসভা চত্বরে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী হাজির ছিল। আঁটোসাটো নিরাপত্তা ছিল মেয়র ও তৃণমূল মেয়র পারিষদদের চেম্বারগুলি। তবে বিক্ষোভ ঘিরে কোনও অশান্তি হয়নি। প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। তার জেরে আসানসোল স্টেশন ও শহরমুখী মানুষজন যাতায়াতে সমস্যায় পড়েন।
এ দিনের কর্মসূচি প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রদেশ কংগ্রেসের অন্যতম সম্পাদক আকাশবাবু জানান, মেয়র পারিষদ গোলাম সরওয়ারকে অপসারণ সংক্রান্ত বিষয়টি দলের প্রদেশ সভাপতি নিজে দেখছেন। তিনি কংগ্রেসের আসানসোলের ১২ জন কাউন্সিলরকেই কলকাতায় ডেকে আলোচনার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাই তার আগে এ ধরনের কর্মসূচিতে দলের উচ্চ নেতৃত্বের সমর্থন বা অনুমোদন নেই। তার কারণ হিসেবে আকাশবাবুর দাবি, ওই মেয়র পারিষদ যে সব কাজকর্ম করেছেন তা দলকে সম্পূর্ণ অন্ধাকারে রেখে। তাই প্রদেশ নেতৃত্বের সিদ্ধান্ত ছাড়া দল কোনও পদক্ষেপ করবে না। বিক্ষোভ প্রসঙ্গে আকাশবাবুর সাফ কথা, “এটা দলের শৃঙ্খলাভঙ্গ হয়েছে।”
কংগ্রেসের আসানসোল ব্লক সভাপতি তথা কংগ্রেস কাউন্সিলর মানস দাস যদিও বলেন, “আকাশবাবুর মতামত তাঁর ব্যক্তিগত। কিন্তু ব্লকের নেতা-কর্মীরা এই কর্মসূচি চেয়েছেন বলেই আমরা সাধারণ মানুষকে জানানোর জন্য পথে নেমেছি।” দলের আসানসোল পুরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ছ’জন এই কর্মসূচির সমর্থনে রয়েছেন বলে মানসবাবুর দাবি। তা থেকে পরিষ্কার, গোটা বিষয়টি নিয়ে কংগ্রেস কাউন্সিলরদের মধ্যে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে।
এ দিন পুরসভায় উপস্থিত ছিলেন না মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি জানান, অপসারিত মেয়র পারিষদের একটি দফতর কংগ্রেসেরই আর এক মেয়র পারিষদ রবিউল ইসলামকে দেওয়া হয়েছে। অন্য একটি দফতর কাকে দেওয়া হবে তা কংগ্রেসের কাছে জানতে চাওয়া হয়েছে। তাপসবাবুর সঙ্গে এ দিন চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে কংগ্রেসের একটি সূত্রের দাবি, মেয়র তাপসবাবু তাঁর ঘনিষ্ঠ কংগ্রেস কাউন্সিলরদের কাছে দাবি করেছেন, অপসারিত মেয়র পারিষদের নানা বেনিয়মের কাজকর্ম সংক্রান্ত তথ্য তাঁর কাছে রয়েছে। গোলাম সরওয়ার অবশ্য পাল্টা বলেন, “ক্ষমতা থাকলে সে সব তথ্য ফাঁস করা হোক।” |