|
|
|
|
আগেও হয়তো ধর্ষণ করেছে ধৃতেরা: পুলিশ |
সংবাদসংস্থা • মুম্বই |
মুম্বইয়ে চিত্রসাংবাদিক গণধর্ষণে অভিযুক্ত পাঁচ জনের কেউ নাবালক নয় বলে দাবি করলেন পুলিশ সুপার সত্যপাল সিংহ। সোমবার গণধর্ষণ কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিক বৈঠক করেন এসপি। চাঁদ বাবু সাত্তাত শেখ নামে এক অভিযুক্তের ঠাকুমা দাবি করেছিলেন, তাঁর নাতি নাবালক। সে দাবি উড়িয়ে এসপি জানান, অভিযুক্তরা সবাই সাবালক। প্রমাণ হিসেবে তিনি পুলিশ রেকর্ডের কপি দেখান। সেখানে ডাকাতির ঘটনায় অভিযুক্ত হিসেবে চাঁদের নাম রয়েছে। সেখানে তার বয়স ১৮ দেখানো হয়েছে।
জেরায় এ দিন আরও গুরুত্বপূর্ণ তথ্য মুম্বই পুলিশ পেয়েছে। সোমবারই একটি মোবাইল উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, এই মোবাইলেই নির্যাতিতার ছবি তুলেছিল অভিযুক্তেরা। এবং হুমকি হয়েছিল, ধর্ষণের ঘটনা কাউকে জানালে ওই ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেওয়া হবে। তবে ওই ছবিটি মুছে দেওয়া হয়েছে। পুলিশ সেটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
তদন্তে সাহায্য করার জন্য কেন্দ্র ও গুজরাতের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সাহায্য নিচ্ছে পুলিশ।
ধৃত পাঁচ অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, চাঁদ বাবু, বিজয় যাদব এবং কাসিম বাঙালির বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি ডাকাতির অভিযোগ রয়েছে। তবে যে ভাবে ধর্ষণের পর নির্যাতিতার ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, পুলিশের ধারণা এর আগেও এ রকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে অভিযুক্তেরা। তবে তাদের বিরুদ্ধে আগে ধর্ষণের কোনও অভিযোগ পায়নি পুলিশ। অবশ্য পুলিশ এটাও মনে করছে, হয়তো ছবি প্রকাশের হুমকিতে ভয় পেয়ে আর কেউ তাদের কাছে অভিযোগ জানাননি। পুলিশের ধারণা, ছক কষে চিত্রসাংবাদিককে ধর্ষণ করা হয়েছে। তবে তিনি যে সত্যি সংবাদমাধ্যমে কাজ করেন এটা ভাবতে পারেনি পাঁচ যুবক। সাংবাদিক বৈঠকে আর একটি তথ্য দিয়েছেন সত্যপাল। তিনি জানান, অভিযুক্ত পাঁচ যুবকই মুম্বইয়ের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় মহালক্ষ্মীর পরিত্যক্ত শক্তি মিলস-এ চিত্রসাংবাদিক ধর্ষণের ঘটনা জানাজানি হতেই উদ্ধবের শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণের তরফে বহিরাগত হটাও বলে আওয়াজ উঠেছিল। সত্যপালের এই বক্তব্যের পর তাঁদের আক্রমণ অনেকটা জোলো হয়ে গেল বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।
আজ সংসদেও ঘটনাটি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে দোষীদের শীঘ্র কড়া শাস্তির আশ্বাস দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর সিংহ রাজ্যসভায় জানান, গোটা দেশেই মেয়েদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে। এই বিষয়ে আইনকে কঠোর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে।
|
পুরনো খবর: সম্মান পাক গোপনীয়তা, আর্জি পরিবারের |
|
|
|
|
|