গত তিন দিন ধরে বৃষ্টি কমতেই মুকুটমণিপুর জলাধারে জলস্তর নামতে শুরু করেছে। জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ শনিবার রাত থেকে আরও কমিয়ে দিয়েছে সেচ দফতর। তবে কংসাবতীর জল কেচোন্দাঘাটের নিচু কজওয়ের উপর দিয়ে এখনও বইতে থাকায় খাতড়া-আকখুটা রাস্তায় রবিবারেও যান চলাচল বন্ধ ছিল। খাতড়ার মহকুমাশাসক শুভেন্দু বসু এ দিন বলেন, “মুকুটমণিপুর জলাধারে জলস্তর এখন বিপদসীমার নীচে রয়েছে। তাই শনিবার রাত থেকে জলাধার থেকে জল ছাড়ার হার ৩৫ হাজার থেকে কমিয়ে ১০ হাজার কিউসেক করা হয়েছে। জলস্তর আরও কিছুটা কমে গেলে জলাধার থেকে জল ছাড়া বন্ধ করা হবে বলে সেচ দফতর জানিয়েছে।”
পুরনো খবর: মুকুটমণিপুর ছাড়ল জল, বিপর্যস্ত দক্ষিণ বাঁকুড়া
|
ফের পুরুলিয়ায় রাস্তায় ফালি ফেলে ছিনতাইয়ের ঘটনা ঘটল। বোরো থানার নলকুড়ি গ্রামে শুক্রবার রাতে দুষ্কৃতীদের পেতে রাখা ফালিতে একটি ধানবোঝাই ট্রাক ফেঁসে যায়। এরপরেই দুষ্কৃতীরা ওই ট্রাকে লাঠি নিয়ে চড়াও হয়ে স্থানীয় ধান ব্যবসায়ী অজিত মাহান্তীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় বলে অভিযোগ। শনিবার তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃত লম্বোদর শবর ও বিকাশ শবরের কাছ থেকে কিছু টাকা ও কয়েকটি লোহার ফালি উদ্ধার হয়েছে। ধৃতদের বাড়ি বোরো থানার পেঁচাড়া গ্রামে।
|
কংগ্রেসের প্রতীকে জয়ী বরাবাজার থানার ভাগাবাঁধ পঞ্চায়েতের এক সদস্য শনিবার তৃণমূলে যোগ দিলেন। ১৬ আসনের ওই পঞ্চায়েতে তৃণমূল একক ভাবে ৮টি আসন পেয়েছিল। সিপিএমের ৬টি ও কংগ্রেসের ২টি আসন ছিল। আগেই সিপিএমের এক সদস্য রাজ্যের শাসক দলে যোগ দেওয়ায় পঞ্চায়েতে তৃণমূলই বোর্ড গঠন করে। এ বার টকরিয়া গ্রামের লক্ষ্মীরানি মাহাতো কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন।
|
স্বামী বিবেকানন্দের ভাবনায় বেদান্তের প্রতিফলন— শীর্ষক একটি আলোচনাচক্র শনিবার ও রবিবার হল রঘুনাথপুর কলেজে। সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় ও ইউজিসি-র সহায়তায় ওই কলেজের সংস্কৃত বিভাগ সভার আয়োজন করেছিল। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না। আলোচক ছিলেন সরিষা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী দেবরাজানন্দ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ জ্ঞানলোকাননন্দ প্রমুখ।
|
ছাতনায় শনিবার একটি কিষানমান্ডির শিলান্যাস করলেন কৃষিবিপণন মন্ত্রী অরূপ রায়। জেলা কৃষি দফতর জানিয়েছে, বাঁকুড়া, শালতোড়া, ছাতনা, বড়জোড়া, বিষ্ণুপুর, জয়রামবাটি, ইন্দাস ও পাত্রসায়রে কিষানমান্ডি গড়ে তোলা হচ্ছে। কয়েকটির কাজ শুরু হয়ে গিয়েছে। মন্ত্রী বলেন, “প্রতিটি কিষাণমান্ডি গড়তে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই মান্ডিগুলি চালু করা হবে।”
|
রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের ২১ তম ষান্মাসিক সম্মেলন হয়ে গেল রবিবার বড়জোড়া হাইস্কুলে। ব্যবস্থাপনায় ছিল বড়জোড়ার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘ। সম্মেলনের উদ্বোধন করেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিরন্তরানন্দ।
|
মাঠ থেকে ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হল বিশ্বনাথ বাগদি-র (৪৮)। তাঁর বাড়ি বালসির পশ্চিমপাড়ায়। রবিবার বিকেলের ঘটনা। পরে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।
|
মানবাজারের বারকুড়ি গ্রামে টিউবওয়েল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে রবিবার দুই পরিবারের মহিলাদের মধ্যে মারামারি হয়। আহত হন দু’পক্ষের তিন জন। তাঁদের মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাচক্রে আহত এক মহিলা তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য, অন্যপক্ষের এক মহিলা ওই পঞ্চায়েতের সিপিএমের প্রার্থী ছিলেন।
|
রবিবার হুড়া থানার কুলাবহাল গ্রামে গলায় ফাঁস দেওয়া সুখলতা সোরেন (২৩) নামে একজনের দেহ উদ্ধার হয়। শনিবার রাতে মিঠু মিশ্র (৪০) নামে অন্য এক মহিলার গলায় ফাঁস দেওয়া দেহ মেলে আদ্রার জ্যোতিমোড় এলাকায়। |