খানাখন্দে ভরা রাস্তা। অল্প বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। এমনই রাস্তায় জল-কাদা মাড়িয়ে যাতায়াত করতে দুর্ভোগের শিকার হচ্ছেন খাতড়ার বাসিন্দারা। পাম্পমোড় থেকে ব্যাঙ্কমোড় ও পুরাতন বাজার থেকে খড়বোন মোড় এবং রাইপুর থেকে আকখুটা মোড় পর্যন্ত রাস্তার এমনই বেহাল দশা। দীর্ঘদিন ধরে ওই রাস্তাগুলি সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে সম্প্রতি পাম্পমোড়ে তাঁরা অবরোধ করেন।
খাতড়া শহরের পাম্পমোড় থেকে ব্যাঙ্কমোড় পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা ভেঙেচুরে গিয়েছে। শহরের পুরাতন বাজার থেকে মুসলিম পাড়ার ভিতর দিয়ে খড়বোন পর্যন্ত এক কিলোমিটার রাস্তা জুড়ে অসংখ্য গর্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তা সম্পূর্ণভাবে সংস্কার করা হয়নি। বছরখানেক আগে আংশিক মেরামত করা হয়েছিল। এখন রাস্তা থেকে পিচ উঠে গিয়ে গর্ত হয়েছে। যাতায়াতের চরম অসুবিধা হলেও প্রশাসন রাস্তা সংস্কারে কোনও ব্যবস্থা নেয়নি। একই ভাবে রানিবাঁধের আকখুটা মোড় থেকে রাইপুর পর্যন্ত রাস্তার ভগ্ন দশা। ওই রাস্তায় যাতায়াত করেন রাইপুর বিএড কলেজের শিক্ষক অশেষ বন্দ্যোপাধ্যায়। তাঁর ক্ষোভ, “আকখুটা থেকে রাইপুর রাস্তার অনেক জায়গায় এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ওই রাস্তার উপর দিয়ে মোটরবাইক নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। সময় বেশি লাগছে।”
খাতড়ার বাসিন্দা তথা জেলা পরিষদের সদস্য শ্যামল সরকার সমস্যার কথা মেনে নিয়ে বলেন, “যে সব রাস্তা খারাপ হয়ে পড়েছে, সেগুলি অবিলম্বে মেরামতির জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।” খাতড়ার মহকুমাশাসক শুভেন্দু বসু বলেন, “বেশ কয়েকটি রাস্তা খারাপ হয়েছে। সেগুলি মেরামতির জন্য পূর্ত দফতর (সড়ক) ও জেলা পরিষদকে বলা হয়েছিল। বর্ষার পরেই রাস্তাগুলি মেরামতি করা হবে বলে সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে।” |