নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রিও অলিম্পিকে ভারতীয় খেলোয়াড়দের অংশ নিতে দেখা যাবে কি না তার জবাব রবিবার ভারতীয় অলিম্পিক সংস্থার বিশেষ সাধারণ সভাতেও পাওয়া গেল না। নিষেধাজ্ঞা তুলে নিতে আইওসি যে ৪৩ পাতার নির্দেশ পাঠিয়েছিল তার মধ্যে মূল নির্দেশই মানছে না আইওএ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চেয়েছিল, দুর্নীতি বা ফৌজদারি অভিযোগে চার্জশিট দেওয়া হলে সেই ব্যক্তি আইওএ-র নির্বাচন লড়তে পারবেন না। কিন্তু আইওএ এই নির্দেশ মানতে রাজি নয়। কারণ নির্দেশ মানলে ললিত ভানোত বা ভি কে বর্মার মতো বর্ষীয়ান কর্তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, আইওসি-র এই নির্দেশও মানা হবে কিনা, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত এ দিন নেওয়া হয়নি। যার ফলে ভারতীয় অলিম্পিক কমিটির উপর থেকে সাসপেনশন ওঠার কোনও ইঙ্গিত এ দিন পাওয়া গেল না।
আইওসি-র তিন পর্যবেক্ষক আইওএ-র বৈঠক নিয়ে অসন্তুষ্ট। বৈঠকের পর পর্যবেক্ষকরা ক্রীড়ামন্ত্রী জিতেন্দ্র সিংহের সঙ্গে দেখা করেন। ক্রীড়ামন্ত্রীও আইওএ-র বৈঠকের ফল নিয়ে হতাশ। অশ্বিনী নাচাপ্পা, মোরাদ আলি খান, রীত আব্রাহামের মতো প্রাক্তন খেলোয়াড়-সহ প্রায় ৫০ জন তো এ দিনের বৈঠক শুরু হওয়ার আগে বিক্ষোভ দেখান। তাঁদের সাফ কথা দুর্নীতিগ্রস্ত কর্তাদের নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না। একই সঙ্গে স্পোর্টস বিল পাশ করে আইওএ-তে কর্তাদের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে বলেও দাবি জানান তাঁরা। পাশাপাশি খাজান সিংহ, রাজ্যবর্ধন সিংহ রাঠৌর-সহ প্রাক্তন অলিম্পিয়ানরাও স্বচ্ছ আইওএ প্রশাসনের পক্ষে সওয়াল করেছেন।
|