পল বিয়াগাকে দেখার পরই আবু কোনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মোহনবাগান।
ক্যামেরুনের পল বিয়াগা এখনও শহরে আসার ভিসা পাননি। শনিবার অনুশীলনের পরে মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা বলেও দেন, “পলের ভিসা সমস্যা মেটেনি।”
তবে ক্লাব সূত্রের খবর, সোমবার পল ভিসা পেয়ে যেতে পারেন। ক্লাব-কর্তাদের এমনটাই জানিয়েছেন স্ট্রাইকারটি। সে ক্ষেত্রে হয়তো বৃহস্পতিবার কলকাতায় চলে আসবেন পল। আর করিমও তাঁকে দু’দিন দেখে নিতে পারবেন। তার পরই চতুর্থ বিদেশি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোহন কোচ। কিন্তু দুর্দান্ত জীবনপঞ্জি নিয়ে আসা পলকে পছন্দ না হলে কি আবু কোনে? না অন্য কেউ?
ওডাফার সঙ্গী হিসাবে করিমের বাগানে পরীক্ষা দিচ্ছেন দুই বিদেশি স্ট্রাইকার— এরিক মোরান্ডা ও আবু কোনে। কেনিয়ার এরিক ইতিমধ্যেই করিমের মার্কশিটে ডাহা ফেল হয়ে গিয়েছেন। আর আইভরি কোস্টের আবু আপাতত গ্রেস মার্ক পেয়েছেন। তিনি এখন করিমের সবুজ সঙ্কেতের অপেক্ষায়। জীবনপঞ্জি অনুযায়ী অবশ্য করিমের প্রথম পছন্দ ছিল পল। তাঁকে এক বার দেখে নেওয়ার জন্য তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন করিম। |
তবে শনিবার অনুশীলনের পর দেখা গেল আবুর সঙ্গে আলাদা করে কথা বলছেন মোহনবাগান কোচ। জানা গেল, কিছুটা আনফিট আবুকে একটা নির্দিষ্ট ডায়েট মেনে চলার পরামর্শ দিয়েছেন সবুজ-মেরুনের মরক্কান কোচ। আবুকে দ্রুত ওজন কমানোর পরামর্শও দিয়েছেন করিম।
চতুর্থ বিদেশি হিসেবে একান্তই যদি কাউকে না পাওয়া যায়, তবে কি ওডাফার সঙ্গী হতে পারেন আবু কোনে-ই? ওডাফা নিজে বলছেন, “আবু বেশ ভাল প্লেয়ার।” আর আইভরি কোস্টের স্ট্রাইকার এ দিন বলে দিলেন, “আমি মোহনবাগানের জার্সি পরে খেলার জন্য মুখিয়ে আছি।” সঙ্গে তাঁর আরও সংযোজন, “একটু সময় পেলে নিজেকে একশো শতাংশ ফিট করে তুলব আমি। আসলে প্রায় আড়াই-তিন মাস ফুটবলের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না আমার। তাই একটু সমস্যা হচ্ছে। দেখি কোচ কী সিদ্ধান্ত নেন!”
বুধবার আরও একটি অনুশীলন ম্যাচ খেলবেন ওডাফা-সাবিথরা। সেই ম্যাচে অবশ্য আবু যদি নিজেকে প্রমাণ করতে না পারেন, তবে তিনিও বাতিলের খাতায় চলে যাবেন।
শনিবার সকালের অনুশীলনে করিমকে ফিটনেস ট্রেনিংয়েই বেশি জোর দিতে দেখা গেল। এমনিতেই মরক্কান কোচের অনুশীলনে নতুনত্বের ছড়াছড়ি থাকেই। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। যুবভারতীর মাঠের এক দিকে চেয়ার সাজিয়ে দুটো কোর্ট তৈরি করে ‘লেগ ভলি’ ও ‘হেড ভলি’ খেললেন ওডাফারা। পাশাপাশি জোনাথনের কাছে ফিটনেস বাড়ানোর বিশেষ ট্রেনিং-ও করলেন ইচে-কাতসুমিরা।
কিন্তু অনুশীলন যতই হোক, সবার নজর চতুর্থ বিদেশি কে হবেন তাঁর দিকে। এখন দেখার, ৩১ অগস্টের মধ্যে পল-আবু নাকি অন্য কেউ নথিভুক্ত হন সবুজ-মেরুনে?
|