টুকরো খবর
তিনি তৈরি, দাবি মোগার
জেমস মোগার ফিটনেস নিয়ে এখনও পুরো সন্তুষ্ট নন ইস্টবেঙ্গলের নতুন কোচ মার্কোস ফালোপা। কিন্তু সুদানের স্ট্রাইকার নিজে শনিবার দাবি করলেন, “আমি একশো শতাংশ ম্যাচ ফিট। কোচ খেলাবেন কি না সেটা তো তাঁর সিদ্ধান্ত।” মোগা-চিডি জুটিকে নিয়েই এ বার লাল-হলুদ সদস্য-সমর্থকদের আশার মশাল জ্বলছে। চিডির ফিটনেস নিয়ে অবশ্য খুশি ফালোপা। মোগাও ফিট হয়ে গেলে এ এফ সি কাপে ফালোপার চিন্তা অনেক কমে যাবে। এ দিকে, টানা কঠিন ট্রেনিংয়ের পর এ দিন শুধু মাত্র সাঁতার কাটলেন ফুটবলাররা। এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে কলকাতা লিগের অন্তত দু’টি ম্যাচ খেলতে চাইছেন ব্রাজিলিয়ান কোচ। আই এফ এ নাকি সেই ব্যবস্থা করছে। মহমেডানে অবশ্য পর পর দু’দিন ছুটি। এর কারণ কী? সাদা-কালোর নতুন কোচ আবদুল আজিজ জানালেন, “প্রাক-মরসুমে কঠিন অনুশীলনের মাঝে এরকম হঠাৎ ছুটি ফুটবলারদের আরও ভাল খেলতে উদ্বুদ্ধ করে।” কলকাতা লিগ শুরু হয়ে গেলে টোলগেদের এ ধরণের কঠিন অনুশীলন আর করাবেন না বলেই এ দিন জানালেন আজিজ। “টুর্নামেন্ট শুরু হয়ে গেলে, তুলনামূলক হালকা অনুশীলন করাব।’’ মহমেডানের এক নম্বর স্ট্রাইকার টোলগে ওজবের চোট নিয়ে একেবারেই চিন্তিত নন সাদা-কালো কোচ। বলেও দিলেন, “টোলগের কাফ মাসলে টান ধরছিল। এখন ও ভাল আছে। আশা করি, সোমবার থেকে অনুশীলন করবে।”

মালদহে ক্রীড়ামন্ত্রী
রাজ্য সিনিয়ার ব্যাডমিন্টনে পুরুষদের বিভাগে রাজ্যে চ্যাম্পিয়ান হলেন কৌশিক পাল। মহিলা বিভাগে চ্যাম্পিয়ান হয়েছেন অনুরিয়া দাস। শনিবার মালদহের সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে ৭৬ তম সিনিয়র চাম্পিয়ানশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের ডবলসের ফাইনালে প্রথম গেমে পিছিয়ে থেকেও পরবর্তীতে পর পর জিতে রাজ্য চ্যাম্পিয়ান হয়েছে কৌশিক পাল ও অরুপ বৈদ্যের জুটি। ফাইনালে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “রাজ্য সরকার খেলোয়াড়দের সব সাহায্য করতে প্রস্তুত। কিন্তু একটাই শর্ত বাংলার জন্য জাতীয় স্তরে ট্রফি চাই। তবে আমরা সকলেই আশাবাদী।”

যুবরাজের দাবি
জাতীয় দলে এখন তিনি না থাকলে কী হবে, যুবরাজ সিংহ মনে করেন যে এখনও তিন ধরনের ক্রিকেটে ভারতের হয়ে খেলার ক্ষমতা রাখেন। “৩২ বছর হবে আমার। আমার বিশ্বাস এখনও সব ফর্ম্যাটে খেলে দিতে পারব। অফ সিজনে আমার ট্রেনিং দারুণ হয়েছে। ঘরোয়া মরসুম শুরু হওয়ার জন্য মুখিয়ে আছি। প্রথম শ্রেণির ম্যাচ খেলার আগে কয়েকটা স্থানীয় টুর্নামেন্ট খেলতে চাই। জাতীয় দলে কামব্যাক নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসও রয়েছে,” এ দিন বলেছেন যুবরাজ। এ দিনই গ্রেটার নয়ডায় ‘যুবরাজ সিংহ সেন্টার অব এক্সেলেন্স’-এর শাখা উদ্বোধন করলেন যুবরাজ। যা নিয়ে তিনি বলছেন, “ছোটবেলায় আমি একটা জায়গায় ট্রেনিংয়ের সব সুবিধে পাইনি। একটা জায়গায় প্র্যাক্টিস করে শহরের অন্য আর একটা জায়গায় দৌড়তাম জিম আর সুইমিং পুল সেশনের জন্য। এখনকার দিনে ঠিকঠাক ট্রেনিং ভীষণ জরুরি।” ক্রিকেটের তিন ফর্ম্যাটে বিভিন্ন পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা উচিত বলে মনে করেন যুবরাজ। তাঁর কথায়, “উমেশ যাদব, ইশান্ত শর্মা-রা ভাল পেসার। বরুণ অ্যারনও প্রতিভাবান। আমার মনে হয় তিনটে ফর্ম্যাটে ওদের রোটেট করে খেলালে ওরা যথেষ্ট বিশ্রাম পাবে।”

পুরনো খবর:
ক্ষুব্ধ আফ্রিদি
পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি প্রথমে আশীর্বাদ আর সমর্থনই করেছিলেন তাঁর জীবনের গল্প নিয়ে গড়ে ওঠা সিনেমা ‘ম্যায় হুঁ আফ্রিদি’র। শুক্রবারই লাহোরে মুক্তি পেয়েছে ১০ লক্ষ ডলার ব্যায়ে তৈরি এই সিনেমা। আফ্রিদির মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা এক তরুণের লড়াইয়ের কাহিনিই সিনেমার মূল বিষয়। কিন্তু শাহিদ আফ্রিদির ভূমিকায় অভিনয় করা নায়কের নাইটক্লাবে একটি মেয়েকে জড়িয়ে ধরে চুম্বন করার দৃশ্য সামনে আসতেই চটে লাল আসল আফ্রিদি। তাই এখন সিনেমার থেকে নিজেকে দূরেই রাখতে চান।

রাষ্ট্রপুঞ্জের ভাষণে জকোভিচ
রাষ্ট্রপুঞ্জের ভাষণে বিশ্ব জুড়ে তরুণ-তরুণীদের খেলাধুলোয় উৎসাহ দিতে যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি থেকে এক দিন ছুটি নিলেন নোভাক জকোভিচ। রাষ্ট্রপুঞ্জের ৬ এপ্রিল বিশ্ব ক্রীড়া দিবস ঘোষণা করার দিন বিশ্বের এক নম্বর বলেন, “পিট সাম্প্রাসকে দেখে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হওয়ার স্বপ্ন দেখতাম। ১৩ বছর লেগেছে লক্ষ্যপূরণ করতে। আশা করি খেলায় সৎ থাকা, বিপক্ষকে সম্মান দেওয়া আর টিমওয়ার্কের গুরুত্বকে উৎসাহ দেবে আন্তর্জাতিক ক্রীড়া দিবস।”

এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা ‘এ’
দুই টেস্টের সিরিজে ইতিমধ্যে ভারত ‘এ’ ১-০ এগিয়ে। তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ২৩১-৬ তুলে বেশ ভাল অবস্থায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ টিম। ৯৭ রানের মধ্যে ছ’উইকেট চলে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা ‘এ’-র ইনিংস টানছেন দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান ওয়েন পার্নেল (৬৪ ব্যাটিং) আর সাইমন হার্মার (৬৮ ব্যাটিং)। ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল পরভেজ রসুল (২-৩৯)। এ ছাড়া দু’উইকেট পেয়েছেন ঈশ্বর পাণ্ডে (২-৪৯)।

জাহিরের চ্যালেঞ্জ
ফিটনেসের অভাবই তাঁকে কেরিয়ারে বারবার ডুবিয়েছে, সোজাসুজি স্বীকার করে নিচ্ছেন জাহির খান। তাই ভারতীয় দলে ফেরার লড়াইয়ে তাঁর ফোকাসে ফিটনেসকেই সবথেকে এগিয়ে রাখছেন ভারতীয় পেসার ‘জ্যাক’। “সবাই চায় দেশের প্রতিনিধিত্ব করতে। আমিও চাই। তবে ফিটনেসই আমাকে ডুবিয়েছে। তাই ফিটনেস বাড়াতে খাটছি। আমার সামনে এর পর সবথেকে বড় লক্ষ্য ঘরোয়া মরসুম, বিশেষ করে রঞ্জি ট্রফিতে ভাল পারফর্ম করা। আবার ভারতীয় দলে খেলতে চাই,” বলেন মুম্বইয়ের পেসার।

ফোর্স ইন্ডিয়া পাঁচে
বেলজিয়ান গ্রাঁ প্রির কোয়ালিফায়ারে ফোর্স ইন্ডিয়ার পল ডি রেস্তা পঞ্চম স্থান পেয়েছেন। তবে আর এক ফোর্স ইন্ডিয়া তারকা আদ্রিয়ান সুটিল রেস শুরু করবেন ১২ নম্বরে। এ দিন কোয়ালিফায়ারে যে ভাবে শুরু করেছিলেন, তাতে এক সময় মনে হয়েছিল পল হয়তো প্রথম পোল পজিশনই পেয়ে যাবেন। কিন্তু রেস চলাকালীন বৃষ্টি ও টায়ারের সমস্যায় শেষ পর্যন্ত তিনি লক্ষ্যপূরণ করতে পারেননি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.