টানা ৬৫ বছর ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পদে থাকায় শেষ পর্যন্ত রেকর্ড বইয়ে পাকা হতে চলেছে অশোক ঘোষের আসন! কোনও একটি রাজ্যে কোনও রাজনৈতিক দলের শীর্ষ পদে এত বছর থাকার রেকর্ড কোথাও কারও নেই। অশোকবাবুর অনুগামীদের তরফে একটি ফ্যান ক্লাব থেকে একটি বেসরকারি রেকর্ড বুক কর্তৃপক্ষকে এই কৃতিত্বের কথা জানানো হয়েছিল। এই বিষয়ে কিছু তথ্যপঞ্জি চেয়ে পাঠিয়েছিলেন ওই রেকর্ড বুক কর্তৃপক্ষ। সে সব খতিয়ে দেখার পরে শুক্রবার তাঁরা জানিয়েছেন, ওই রেকর্ড বইয়ের ২০১৪ সালের সংস্করণে অশোকবাবুর নাম উঠবে। নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৩৯ সালে ফ ব প্রতিষ্ঠার পরে ১৯৪৮ সালে অশোকবাবু রাজ্য সম্পাদক হয়েছিলেন। এখনও ৯১ বছর বয়সে তিনি সক্রিয় ভাবে সেই দায়িত্ব পালন করছেন, এই তথ্য রেকর্ড বইয়ে উল্লেখ করা হচ্ছে।
পুরনো খবর: চেয়ারে ৬৫, রেকর্ড বইয়ে খোঁজ অশোকের আসনের
|
অক্টোবর থেকেই রাজ্য জুড়ে ‘কন্যাশ্রী’ প্রকল্প চালু হয়ে যাচ্ছে। এই প্রকল্পে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের পড়াশোনার জন্য বার্ষিক অর্থসাহায্য ছাড়াও প্রাপ্তবয়স্ক হয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার। নারী কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র শুক্রবার মহাকরণে জানান, কন্যাশ্রী প্রকল্পের আওতায় প্রথম ধাপে কমপক্ষে সাড়ে ১৮ লক্ষ ছাত্রী উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা আগেই ঘোষণা করেছিলেন। তাই আনুষ্ঠানিক ভাবে এই প্রকল্পের কাজ অক্টোবরে চালু হলেও গত এপ্রিল থেকেই তা বলবৎ হবে।
পুরনো খবর: পঞ্চায়েত ভোটের আগে ‘কন্যাশ্রী’ মমতার |