দলের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠেকে শিখল আলিমুদ্দিন |
সন্দীপন চক্রবর্তী • কলকাতা |
বিতর্কের মুখে পড়ে পথ বদলাতে বাধ্য হল সিপিএম!
দলের তহবিল এ বার থেকে দলের নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই রাখতে হবে, কোনও ব্যক্তির অ্যাকাউন্টে রাখা চলবে না বলে সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন। জেলা কমিটিগুলিকে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
আলিমুদ্দিন স্ট্রিট সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দলের দুই পলিটব্যুরো সদস্য বিমান বসু ও নিরুপম সেনের নামে একটি কারেন্ট অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা থাকা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। এ নিয়ে প্রশ্ন তুলে তদন্ত শুরু করে রাজ্য সরকারের আর্থিক অপরাধ সংক্রান্ত বিভাগ। সিপিএমের তরফে দাবি করা হয়, ওই টাকা আসলে দলের। ওই অ্যাকাউন্টের অডিটেড স্টেটমেন্ট দলের কেন্দ্রীয় কমিটিকে পাঠানো হয়। তারা হিসাব জমা দেয় জাতীয় নির্বাচন কমিশন ও আয়কর দফতরে। পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পাওয়ার পরে ব্যক্তিগত নামে অ্যাকাউন্ট বন্ধ করে দলের নামে নতুন অ্যকাউন্ট খোলা হয়। সিপিএম সূত্রে বলা হচ্ছে, শুধু পার্টির সদর দফতর নয়, কয়েকটি জেলাতেও ব্যক্তিগত অ্যাকাউন্টে দলীয় টাকা রয়েছে গিয়েছে। পার্টি নিষিদ্ধ হতে পারে এই আশঙ্কা থেকেই এক সময় ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা রাখা হতো। পরে মূলত গাফিলতির কারণেই এই ব্যবস্থার বদল করা হয়নি। সাম্প্রতিক বিতর্ক এবং তা নিয়ে তৃণমূলের প্রচারের ফলে দলের আর্থিক স্বচ্ছতা নিয়ে জনমানসে প্রশ্ন উঠতে শুরু করেছে বলে বুঝতে পারছেন রাজ্য নেতারা। সেই কারণেই এই সিদ্ধান্ত।
পঞ্চায়েত ভোটের ফল প্রাথমিক পর্যালোচনার জন্য বৃহস্পতিবার যে রাজ্য কমিটির বৈঠক বসেছিল, তাতে রাজ্য নেতৃত্বের তরফে পেশ করা রিপোর্টে বলা হয়েছে: ‘পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন থেকে পার্টির নামেই হবে। ব্যক্তির নামে অ্যাকাউন্ট চলবে না’। জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, চালু অ্যাকাউন্টগুলির অডিটের কাজ মিটিয়ে রাজ্য দফতরে হিসাব জমা দিতে হবে। জেলা কমিটির নামে প্রয়োজনীয় অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তবে এ দিন রাজ্য কমিটিতেই জনা দুয়েক সদস্য অ্যাকাউন্ট-বিতর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন।
|