টুকরো খবর
শহর থেকে লঞ্চে বেলুড়
মুখ্যমন্ত্রী বলার সাত দিনের মধ্যে শ্রীরামকৃষ্ণ, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের স্মৃতি-বিজড়িত জায়গাগুলিকে এক সুতোয় বেঁধে লঞ্চ চালুর দিন পাকা। আগামী সপ্তাহে এই পরিষেবা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। মূলত তীর্থযাত্রী এবং নিত্যযাত্রীদের কথা ভেবেই এই পরিষেবা চালু হচ্ছে। গত শনিবার বেলুড় মঠ থেকে লঞ্চে ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি এই পরিষেবা চালুর নির্দেশ দেন। ফেয়ারলি প্লেস থেকে বাবুঘাট-বাগবাজার হয়ে বেলুড় মঠ পর্যন্ত লঞ্চ চালু করার জন্য মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে নির্দেশও দেন তিনি। সেই মতো নতুন এই রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ সার্কিট চালু করতে চলেছে রাজ্য। পরিবহণ দফতর সূত্রের খবর, নতুন এই লঞ্চ রুট ফেয়ারলি প্লেস থেকে শুরু হয়ে চলবে আদ্যাপীঠ পর্যন্ত। ফেয়ারলি প্লেস থেকে লঞ্চটি হাওড়া, বাগবাজার, বরাহনগর (কুঠি ঘাট), বেলুড় হয়ে আদ্যাপীঠ যাবে। সাধারণ লঞ্চের ভাড়া অনুযায়ীই এই রুটের ভাড়া নির্ধারিত হবে। মহাকরণ সূত্রে খবর, সকাল ৬টা ৪০ মিনিটে ফেয়ারলি থেকে লঞ্চটি আদ্যাপীঠ যাবে। সকাল ১০টা থেকে লঞ্চটি নিত্যযাত্রীদের জন্য বাগবাজার থেকে বেলুড় মঠ যাতায়াত করবে। সন্ধ্যা সাড়ে ছ’টায় লঞ্চটি আদ্যাপীঠ থেকে হাওড়ায় এসে নোঙর করবে।

পুরনো খবর:

ছাত্রভোটের দাবিতে দরবার
সমাবর্তনের শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়ার কথা জানাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আইসি (ইনডিপেন্ডেন্ট কনসলিডেশন) সমর্থক ছাত্রছাত্রীদের একটি দল। তাদের দাবি, রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে এখনই ছাত্র সংসদের নির্বাচন চালু করতে হবে। ব্রাত্যবাবু পরে বলেন, “আমি তো বলেছি, ছাত্র সংসদের নির্বাচন দ্রুত শুরু হবে। ওদেরও সে-কথা জানিয়েছি।” ১০ এপ্রিল প্রেসিডেন্সি ক্যাম্পাসে হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তি, ওই ঘটনায় পুলিশের এফআইআরে থাকা ছাত্রদের নাম প্রত্যাহার ইত্যাদি দাবিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় ছাত্রছাত্রীদের বক্তব্য জানানোর অধিকার, শিক্ষকদের মূল্যায়ন করার সুযোগ ইত্যাদি দাবিও জানিয়েছে আইসি। ব্রাত্যবাবুর সঙ্গে ছাত্রদের আলোচনার সময় ওই ছাত্র সংগঠনেরই সমর্থক অন্য একটি দল মূল ভবনের নীচে অবস্থানে বসে। বৈঠকের পরে অবস্থান তুলে নেওয়া হয়। সমাবর্তনের পরে অতিথি এবং ছাত্র-ছাত্রীদের জন্য ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। পুরোদস্তুর বাঙালি খাবার, পরিবেশনায় ‘ও ক্যালকাটা’। সমাবর্তন উপলক্ষে আজ, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.