টুকরো খবর
অবস্থানে শতাধিক ছাত্রছাত্রী
স্নাতকস্তরে ভর্তির দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন শতাধিক পড়ুয়া। বুধবার দুপুর থেকে রায়গঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন পড়ুয়া প্রথম বর্ষে ভর্তি নেওয়ার দাবিতে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ চত্বরে অবস্থান বিক্ষোভে বসেছেন। কলেজের প্রথম বর্ষের কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের অনার্স ও পাসকোর্স মিলিয়ে ২ হাজার আসন থাকলেও বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের জেরে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই ২৮০০ পড়ুয়াকে ভর্তি নিয়েছেন। গত জুন মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর ৮ অগস্ট শেষ হয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে আশ্বাস না মেলায় এদিন রাত পর্যন্ত পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কলেজ কর্তৃপক্ষ তাঁদের ভর্তি নেওয়ার আশ্বাস না গিলে আমরণ অনশনের বসারও হুমকি দিয়েছেন তাঁরা। পড়ুয়াদের তরফে ছাত্র পরিষদ নেতা নব্যেন্দু ঘোষ বলেন, “আমরা চাই কোনও ছাত্র ভর্তির সুযোগ থেকে যেন বঞ্চিত না হন। সংগঠনের তরফে কর্তৃপক্ষের কাছে আবেদনকারী সমস্ত পড়ুয়াকে ভর্তি নেওয়ার দাবি জানানো হয়েছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম রায় বলেন, “বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি মেনে আমরা এবছর মেধার ভিত্তিতে নির্দিষ্ট আসনের বাইরে বহু পড়ুয়াকে প্রথম বর্ষে ভর্তি নিয়েছি। কলেজে পরিকাঠামোর জন্য আর ভর্তি নেওয়া সম্ভব নয়।”

পঞ্চায়েত-কাজ দেখতে কমিটি
দলের দখলে যাওয়া গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলির কাজকর্ম দেখভালে নজরদারি কমিটি গড়ছে কোচবিহার তৃণমূল। জেলা পরিষদের আওতাধীন এলাকায় ৩৩টি নজরদারি কমিটি গড়া হবে। প্রতিটি কমিটি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখবে। এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক দলের কোর কমিটিও নতুন করে সাজা হচ্ছে। জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “স্বচ্ছতা রেখে পরিকল্পনা মাফিক উন্নয়নের কথা মাথায় রেখেই নজরদারি কমিটি গড়ার পরিকল্পনা হয়েছে। মানুষের চাহিদা বুঝে উন্নয়ন কাজে গতি আনা সহজ হবে। পুজোর আগেই সকমিটি গড়ার কাজ শেষ করতে চাইছি।” নজরদারি কমিটিতে জেলা পরিষদের অধীন এলাকার অঞ্চল সভাপতিরা আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত ও পরাজিত জেলা পরিষদ, সমিতির প্রার্থী, গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতিরা কমিটির সদস্য হবেন। থাকবেন জেলা নেতৃত্বের প্রতিনিধিও। অঞ্চল ভিত্তিক কোর কমিটির সর্ব্বোচ সদস্য সংখ্যা হবে ১০ জন। অঞ্চল সভাপতি ও স্থানীয় নেতারা কমিটির সদস্য হবেন। রবীন্দ্রনাথবাবু জানান, মানুষের সমর্থনে শতাধিক গ্রাম পঞ্চায়েতে দলের বোর্ড গড়া সম্ভব হয়েছে। স্বাভাবিক ভাবেই মানুষের প্রত্যাশা পূরণের দায়িত্ব বেড়েছে।

৪ আসনে মনোনয়ন
বালুরঘাট পুরসভার ২৫টি আসনের মধ্যে বুধবার বিজেপির পক্ষ থেকে ৪টি আসনে মনোনয়ন পেশ করা হয়েছে। কংগ্রেসের তরফে এদিন পর্যন্ত মনোনয়ন পেশ করেন ১৭ জন প্রার্থী। তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে মনোনয়ন পত্র পেশ করা হবে। আগামী ২৩ অগস্ট মনোনয়ন পেশের শেষ দিন ধার্য রয়েছে। বামফ্রন্ট তরফেও আগামী দু’দিনের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে জানানো হয়েছে।

মনোনয়নপত্র পেশ
গাড়ি নিয়ে মিছিল করে বুধবার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করল রাজনৈতিক দলগুলি। মেখলিগঞ্জ মহকুমাশাসক দফতরে মনোনয়নপত্র জমা দেয় কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কংগ্রেস ১১টি ওয়ার্ডের সবকটিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছে। বামফ্রন্ট ৭ ও তৃণমূল ৬ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছে। সবকটি দল হলদিবাড়ি থেকে মেখলিগঞ্জে গাড়ির মিছিল নিয়ে যায়। তবে গাড়ি মিছিলে তৃণমূল ও বামেদের টেক্কা দিয়েছে কংগ্রেস।

প্রার্থী-তালিকা দিল কংগ্রেস
ডালখোলা পুরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। মঙ্গলবার রাতে কংগ্রেসের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত নেতাদের সঙ্গে বৈঠকের পর ওই তালিকা ঘোষণা করেছেন। পুরসভার বিদায়ী চেয়ারম্যান সুভাষ গোস্বামী জানান, পুরসভার ১৬টির মধ্যে ১৩টি ওয়ার্ডের তালিকা প্রকাশ করা হয়েছে। ছয় জন নতুন প্রার্থী। বাকি তিনটি আসনের প্রার্থীদের নামও দ্রুত ঘোষণা করা হবে।

বিস্ফোরণে জড়িত, গ্রেফতার
প্রায় দেড় দশক আগে দিল্লিতে এক বিস্ফোরণে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার উত্তর দিনাজপুরের করণদিঘির মাদারগছ এলাকা থেকে ধরা হয় পঞ্চাশোর্ধ্ব আলাউদ্দিন ওরফে আবু গফুরকে। পুলিশ সূত্রের খবর, ওই বিস্ফোরণের পরে উমের আলি নামে এক সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে পুলিশ তার নাম জানে। এর পরেই গা ঢাকা দেয় আলাউদ্দিন। ১৬ অগস্ট নেপাল সীমান্তে দাউদ ঘনিষ্ঠ লস্কর জঙ্গি সৈয়দ আবদুল করিম ওরফে টুন্ডা গ্রেফতার হন। জেরায় জানা যায়, টুন্ডার শ্বশুরবাড়ি করণদিঘি এলাকায়। আলাউদ্দিন এলাকায় ফিরেছেন খবর পেয়েই পুলিশ তাকে ধরে। আজ, তাকে জেরা করতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আসার কথা। জেলা পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “ধৃতের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

ছিনতাই
মহিলার হার ছিনিয়ে পালাল বাইক নিয়ে থাকা ৩ দুষ্কৃতী। বুধবার বিকেল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের সংকেতপাড়া এলাকায়। জোৎস্না সরকার নামে এক বধূ হেঁটে বাড়ি ফিরছিলেন। সেসময় ৩ যুবক তাঁর হার ছিনিয়ে পালায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.