সংশোধনাগারের বন্দিদের রাখি পরালেন ক্রীড়াবিদ পিঙ্কি প্রামাণিক। বুধবার শিলিগুড়ি সংশোধনাগারে গিয়ে সুপার, কর্মীদেরও রাখি পরান। বন্দিদের প্রসঙ্গে পিঙ্কি বলেন, “আমিও কিছুদিন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। রথের সময় আমিও এই জায়গাতেই ছিলাম। সেই দিনটা খুব ভাল কাটেনি। তাই যদি সামান্য ভাল কিছু করা যায় তাঁদের জন্য, তাই এখানে এসেছি।” |
শিলিগুড়ি সংশোধনাগারের এক কর্মীকে রাখি পরাচ্ছেন পিঙ্কি প্রামাণিক।
বুধবার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
পিঙ্কির বিরুদ্ধে, ধর্ষণ এবং মানসিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন এক সময় তাঁরই সঙ্গে থাকা এক মহিলা। সে কারণে তাকে গ্রেফতারও করা হয়েছিল। তা নিয়ে বারাসত আদালতে মামলাও চলছে। যেখানে তাঁকে রাখা হয়েছিল সেই দমদম সেন্ট্রাল জেলের আবাসিকদের সঙ্গে পুজোর সময় কিছুটা সময় কাটাতে চান তিনি। জেল সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, “এই দিনে এমন একজন ক্রীড়াবিদকে পাওয়া খুবই আনন্দের। জেলের আবাসিকরা তাঁকে পেয়ে খুশি হয়েছে।” অন্যদিকে এইদিন দার্জিলিং মোড়ে পাহাড়ের ভাইবোনদের হাতেও রাখি পরিয়ে দেন তিনি। রাখি পরান ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মী, পথ চলতি মানুষদেরও। শান্তির উদ্দেশ্যে সাদা পায়রাও ওড়ান। খুব শীঘ্রই খেলার মাঠে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এশিয়ান গেমস্কে লক্ষ্য রেখেই এগোতে চাইছেন তিনি।
এ দিন শিলিগুড়ি পুরসভায় মহিলা কর্মীরা পুর কমিশনার, সচিব, মেয়র পারিষদ সকলকেই রাখি পরিয়ে দেন। মিষ্টি মুখ করানো হয়। রাখি পরাতে এসেছিল সারদা শিশুতীর্থের শিশুরাও। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবকেও রাখি পরায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার শিশুরা। ২০ নম্বর ওয়ার্ডে শিবির করে পথচলতি মানুষদের রাখি পরায় তৃণমূল ওয়ার্ড কমিটির সদস্যরা। ফাঁসিদেওয়া ব্লক তৃণমূলের তরফেও রাখি বন্ধন পালন করা হয়। |