কলেজে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষা স্থগিত হওয়াকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে বাঁকুড়া খ্রিস্টান কলেজে। সম্প্রতি রসায়নবিদ্যা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞানের মতো কয়েকটি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছিল খ্রিস্টান কলেজ। ২১০টি আবেদনপত্র জমা পড়েছিল বলে কলেজ সূত্রের খবর। মঙ্গলবার কয়েকটি বিষয়ের মৌখিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও বর্ধমান বিশ্ববিদ্যালয় ও ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশনের (ডিপিআই) প্রতিনিধিরা না আসায় পরীক্ষা স্থগিত হয়ে যায়।
কলেজ শিক্ষকদের সংগঠন ওয়েবকুটার জেলা সম্পাদক স্বপন মুখোপাধ্যায় বলেন, “শুনেছি, ওই কলেজের এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতির অভিযোগ তোলাতেই বিশ্ববিদ্যালয় এবং ডিপিআই-এর প্রতিনিধিরা আসেননি।” খ্রিস্টান কলেজের শিক্ষকদের একটা অংশেরও দাবি, চাকরি দেওয়ার নাম করে কিছু আবেদনকারীর কাছ টাকা নেওয়া হয়েছে, এই মর্মে অভিযোগ হয়েছে ডিপিআই-এর কাছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহের পরিদর্শকের অফিস সূত্রে জানা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের অধীন একমাত্র এই কলেজেই শিক্ষক নিয়োগ হয় সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে, কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে নয়। নিয়োগ সংক্রান্ত কিছু অভিযোগ ওঠায় কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ইন্টারভিউ আপাতত স্থগিত রাখতে বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজের ওই ইন্টারভিউ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধি রয়েছেন, তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তা। খ্রিস্টান কলেজের অধ্যক্ষ রিচার্ড রবীন্দ্রনাথ বাজপেয়ী ছুটিতে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। কলেজ পরিচালন কমিটির সভাপতি, বিশপ প্রবালকান্ত দত্তকে ফোনে ধরা হলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। |