টুকরো খবর |
দোকান ভাঙচুর, অভিযুক্ত
তৃণমূল নিজস্ব সংবাদদাতা • তমলুক
|
সিপিএম সমর্থকদের দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে তমলুকে শান্তিপুর ১ পঞ্চায়েত এলাকার মেচেদা বাজারের ঘটনাটি ঘটে। ৩ নম্বর মিনি মার্কেটের তিনটি দোকানে একদল তৃণমূল সমর্থক ভাঙচুর চালান বলে অভিযোগ। গত শনিবার শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছিলই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদা বাজারে স্থানীয় সিপিএম সমর্থক পঞ্চানন দাসের একটি ফোনের দোকান ও বিমা অফিস ভাঙচুর করা হয়। এছাড়াও সিপিএম সমর্থক পঞ্চানন হাজরার একটি মিষ্টির দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পঞ্চানন দাসের অভিযোগ, “এ দিন দুপুর দেড়টা নাগাট একদল তৃণমূল সমর্থক দোকানে এসে আমার খোঁজ করে। আমাকে না পেয়ে আমার দু’টি দোকানে ও মোটর বাইক ভাঙচুর করা হয়। পুলিশকে ফোনে ঘটনার অভিযোগ জানানো হলেও তারা আসেনি।” কোলাঘাট থানার ওসি বাসুকী বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “আমরা কোনও অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে দেখব।” স্থানীয় সিপিএম নেতা মহিবুল রহমানের অভিযোগ, “আমাদের কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে। উপপ্রধান দিলীপ ফদিকারকে মারধর করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের সমর্থক ঠিকাকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।” স্থানীয় তৃণমূল নেতা সেলিম আলি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
|
দলীয় কর্মীর বাড়িতে শুভেন্দু
নিজস্ব সংবাদদাতা • তমলুক
|
দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলায় মৃত তৃণমূলকর্মীর বাড়িতে এলেন সাংসদ শুভেন্দু অধিকারী। গত ১৩ অগস্ট রাতে হলদিয়ার ৩ নম্বর ওয়ার্ডের ভাগ্যবন্তপুরে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী। সংঘর্ষে জখম হন আব্দুল সাত্তার-সহ স্থানীয় চার জন তৃণমূল কর্মী-সমর্থক। পরদিন ১৪ অগস্ট দুর্গাচক থানায় আব্দুল সাত্তারের ছেলে শেখ আবু সালে স্থানীয় সিপিএম কর্মী নূর মহম্মদ, সাউদ আলি, শেখ নাজিবুল-সহ ১৬ জনের নামে হামলা ও মারধরের অভিযোগ দায়ের করেন। এরপর গত শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার একটি হাসপাতালে মৃত্যু হয় আব্দুল সাত্তারের। বুধবার দুপুরে সাত্তারের বাড়িতে আসেন সাংসদ। সঙ্গে ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর স্বপন নস্কর। ব্যক্তিগত তহবিল থেকে মৃতের পরিবারের হাতে ১ লক্ষ টাকা তুলে দেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। এ দিনই ময়নার গোকুলনগর পঞ্চায়েতের আক্রান্ত তৃণমূল সদস্য হীরালাল আদকের বাড়ি যান সাংসদ। সে দিনের ঘটনার বিবরণ শোনেন হীরালালবাবুর কাছে। উল্লেখ্য, সোমবার রাতে গোকুলনগর গ্রামে হীরালালবাবুর বাড়ি ও সংলগ্ন দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। এমনকী বাড়ির সামনে থাকা তাঁর ট্রেকারটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। হীরালালবাবু ১৬ জন সিপিএম সমর্থকদের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ মঙ্গলবার এক সিপিএম সমর্থককে গ্রেফতারও করেছে।
|
চড়ায় ধাক্কা, ভাঙল নৌকা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সমুদ্রে চড়ায় ধাক্কা খেয়ে মাছ ভর্তি নৌকা ভেঙে যাওয়ার ঘটনা ঘটল কাঁথির শৌলা উপকূলে। মঙ্গলবার বিকেলের ওই ঘটনায় ১২ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা গিয়েছে। তবে ভেঙে যাওয়া নৌকাটিকে এখনও উদ্ধার করা যায়নি বলে মৎস্য দফতরের সহ-মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানিয়েছেন। সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে পেটুয়াঘাট মৎস্যবন্দর থেকে ১২ জন মৎস্যজীবী ‘হট্টনগর’ নামে একটি নৌকায় চেপ্যে সমুদ্রে পাড়ি দেন। মঙ্গলবার বিকালে ফেরার পথে শৌলার কাছে সমুদ্রের চড়ায় ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায়। বিপদ বুঝে নৌকার ১২ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন। সেই সময় পাশের অন্য একটি নৌকার মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করে।
|
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বুধবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার কোলাঘাট স্টেশনে ঘটনাটি ঘটে। মৃতের নাম অভিজিৎ বাগ (২২)। কোলাঘাট থানার বাহারজলা গ্রামে তাঁর বাড়ি। উত্তর ২৪ পরগনার একটি পলিটেকনিক কলেজে পড়তেন অভিজিৎ। এ দিন সকাল ৯টা নাগাদ কোলাঘাট স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এক তরুণীর সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এই আচমকাই হাওড়াগামী একটি লোকাল ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন। সঙ্গে থাকা ওই তরুণীকে আর দেখতে পাওয়া যায়নি।
|
জনসংযোগে রাখি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রাখি পূর্ণিমা উপলক্ষে জনসংযোগ বাড়াতে রাস্তায় নেমে সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে মিষ্টি খাওয়ালো পুলিশ। বুধবার ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ কর্মীরা শহরের ময়রাপুকুর মোড়ে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত শ’তিনেক মানুষের হাতে রাখি বাঁধা হয়। ঘাটাল ছাড়াও চন্দ্রকোনা থানার ওসি আশিস জৈনের নেতৃত্বে চন্দ্রকোনা শহরে রাখি বেঁধে মিষ্টি খাওয়ানো হয়। চন্দ্রকোনা রোড ফাঁড়িতেও একই ভাবে উৎসব পালিত হয়।
|
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পথ দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বুধবার সকালে ঘাটাল-পাঁশকুড়া সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। তিনটি বাসেও ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে অবরোধকারীরা কলেজের সামনের রাস্তায় ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘাটাল থেকে পাঁশকুড়াগামী বাসের ধাক্কায় প্রীতম পাড়ুই নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। তাঁর এক সঙ্গীও আহত হয়।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশপুরের কেচুড়ায় এক ফার্মের কাছ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। দেহটি মেদিনীপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। |
|