টোলগে ওজবে চোট পেলেন! ফলে বুধবার অনুশীলনই করতে পারলেন না অস্ট্রেলীয় স্ট্রাইকার। যুবভারতীতে এলেও ঘণ্টাখানেক মাঠের পাশে বসে থেকে ফিরে যান তিনি।
সোমবার কলকাতা পুলিশের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার সময় ডান পায়ের কাফ মাসেলে টান ধরেছিল টোলগের। মঙ্গলবার এই অবস্থায় প্র্যাক্টিস করলে ব্যথা আরও বেড়ে যায়। মহমেডান কোচ আব্দুল আজিজ অবশ্য বললেন, ‘‘টোলগের চোট গুরুতর নয়। কিছুদিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবে।”
গত মরসুমে মোহনবাগানে খেলার মাঝে ডান হাঁটুতে চোট পেয়েছিলেন টোলগে। ফলে অর্ধেক ম্যাচ খেলতেই পারেননি তিনি। অস্ত্রোপচার করার জন্য দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। এরপর আর নিজের ফর্মে ফিরতেই পারেননি তিনি। নতুন মরসুমে মহমেডানে এসে আবার সেই পায়েই টোলগে চোট পাওয়ায় চিন্তিত ক্লাব কর্তারা। প্রাক-মরসুম অনুশীলনে টোলগের চোট পাওয়া নিয়ে ময়দান জুড়ে জল্পনা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার জর্জ টেলিগ্রাফের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে মহমেডান। এই ম্যাচে টোলগে খেলতে পারছেন না। মহমেডানের অন্য বিদেশি পেন ওরজি-কেও এ দিন বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন আজিজ। সোমবার অনুশীলন ম্যাচে পেনের পায়েও টান ধরেছিল। সে জন্য মঙ্গলবার অনুশীলন করতে পারেননি নাইজিরিয়ান মিডিও। বুধবার অবশ্য দলের সঙ্গে পুরো অনুশীলন করেছেন পেন। অনেকেই আশঙ্কা করছেন, যুবভারতীর কৃত্রিম ঘাস-ই টোলগে-পেনদের চোট পাওয়ার অন্যতম কারণ। |