আবার একসঙ্গে মাঠ মাতাবেন দুই সাত নম্বর জার্সিধারী মহাতারকা রাউল আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাক্তন প্রেসিডেন্ট ত্রোফেয়ো সান্তিয়াগোর স্মৃতিতে রিয়াল মাদ্রিদ ১৯৭৯ থেকে মরসুমের শুরুতে একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজন করে। সেই টুর্নামেন্টেই রাউলের ক্লাব কাতারের আল সাদ আর রিয়াল মুখোমুখি লড়াইয়ে বৃহস্পতিবার দেখা যাবে ‘আর সেভেন’ আর ‘সিআর সেভেন’কে।
তিন বছর পর রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ বের্নাবৌ-তে দুই ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’-এর ম্যাচ নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। ২০০৯-’১০ মরসুমে রিয়ালের সর্বকালের সেরা গোলদাতা রাউল আর রোনাল্ডোকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন অবশ্য সিআর ‘সেভেন’ ছিলেন না। ছিলেন সিআর ‘নাইন’। |
রাউল-রোনাল্ডো: ২০১০ সালের পরে আবার বের্নাবৌতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। |
প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে সাত নম্বর জার্সিতেই নামতেন পর্তুগিজ মহাতারকা। বের্নাবৌ-তে যোগ দেওয়ার পর রোনাল্ডোর অবশ্য সে সুযোগ ছিল না। রিয়ালের ক্যাপ্টেন তখন রাউল। আর দীর্ঘদিন ধরেই সাত নম্বর জার্সি ছিল তার দখলে। ১৬ বছর রিয়ালে স্বপ্নের কেরিয়ারের শেষে রাউল জার্মান ক্লাব শালকে যোগ দেওয়ার পরই সাত নম্বর জার্সি চলে যায় রোনাল্ডোর দখলে। ন’নম্বর জার্সি চলে যায় করিম বেঞ্জিমার জিম্মায়। সিআর সেভেনের ইতিহাসের সেখানেই শুরু।
অবশ্য রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রাউলের (৩২৩ গোল, দ্বিতীয় ডি’স্টেফানো ৩০৭ গোল) বের্নাবৌয়ে রাজত্ব চলাকালীন রোনাল্ডোর সঙ্গে খুব বেশি ম্যাচে দেখা যায়নি। কাকা, বেঞ্জিমা না রোনাল্ডো কাকে খেলাবেন এই নিয়ে রীতিমতো হিমসিম খেতে হতো তৎকালীন রিয়াল কোচ ম্যানুয়েল পেলিগ্রিনিকে। রাউল আর রোনাল্ডোকে তাই সব মিলিয়ে রিয়ালের জার্সিতে ২১টি ম্যাচের বেশি এক সঙ্গে মাঠ মাতাতে দেখা যায়নি। তিন বছর পর মহামুহূর্তে দুই তারকা নতুন কী চমক উপহার দেন সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা। |