রাজা-রানির লড়াই নিয়ে আইবিএল আজ সরগরম
শাহরুখ খান থেকে সুনীল গাওস্কর ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ এক ব্র্যাকেটে এনে ফেলেছে বলিউড আর বাইশ গজের দুই বাদশাকেও! শুধু বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা লি চং উয়েই কিংবা ভারতের ব্যাডমিন্টন রানি সাইনা নেহওয়াল-ই আর ইউএসপি নন এই অভিনব পেশাদার ব্যাডমিন্টন লিগের। বৃহস্পতিবারই অবশ্য আইবিএলের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে লি চং আর সাইনার দুই হেভিওয়েট টিম মুম্বই মাস্টার্স এবং হায়দরাবাদ হটশটস। পুণের বালেওয়াড়িতে শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে মহাম্যাচের সময় বিশ্বের এক নম্বর প্লেয়ারের দলের অন্যতম মালিক গাওস্করকে দেখতে পাওয়া নিয়ে সন্দেহ নেই। কিন্তু লি চংয়ের প্রতিপক্ষ দলের এক নম্বর তারকার আমন্ত্রণ রাখতে আগামিকাল পুণের ব্যাডমিন্টন কোর্টে শাহরুখও কি থাকবেন?
আজ বুধবারই সাইনা টুইটারে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন আইবিএলে হায়দরাবাদ হটশটসের ম্যাচ দেখতে আসার জন্য। সঙ্গে অভিনন্দন তাঁর প্রিয় বলিউড নায়ককে ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সাফল্যের জন্য। শাহরুখও সঙ্গে সঙ্গে পাল্টা টুইটে সাইনাকে আইবিএলে তাঁর দুরন্ত ফর্ম চালিয়ে যাওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘প্রচুর কাজের চাপের মধ্যেও সময় বার করতে পারলে আইবিএল দেখতে যাব।” ফলে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে, সেই ‘সময়’টা কিং খান চব্বিশ ঘণ্টা পর পুণের ম্যাচের জন্য বার করবেন?
মঙ্গলবারই ওরলিতে আইবিএলে মুম্বই মাস্টার্সের ম্যাচ দেখতে এসেছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর। ছিলেন মহেশ ভূপতিও। বিশ্বের এক নম্বর লি চং, ‘ব্যাডমিন্টনের উইম্বলডন’ অল ইংল্যান্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন টাইন বাউন সমৃদ্ধ মুম্বই মাস্টার্সের জার্সি গায়ে সারাক্ষণ কোর্টের ধারে নিজের দলের জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে সুনীল গাওস্করকে। সানি যেমন আইবিএলে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা লি চংয়ের খেলা দেখতে গ্যালারি পুরো ভরিয়ে তোলার জন্য দর্শকদের ধন্যবাদ দিয়েছেন, তেমনই সাইনা আপ্লুত, তাঁর প্রিয়তম ক্রিকেটার সচিন আইবিএল দেখতে আসায়। “ধন্যবাদ সচিন। গতকাল আইবিএল দেখতে আসা আর ব্যাডমিন্টন খেলাটাকে সাপোর্ট করার জন্য,” বলেন সাইনা।
মজার ব্যাপার, সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে হায়দরাবাদের ম্যাচ না থাকায় সচিন-সাইনা সাক্ষাতের প্রশ্ন ছিল না। বরং সেখানে যে দুই মহাতারার আলাপচারিতা হয়, তাঁদের একজন জীবনে কোনও ক্রিকেট ম্যাচই দেখেননি। অথচ সচিন তেন্ডুলকরের সঙ্গে দিব্যি আড্ডা মারতে দেখা যায় বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার লি চং-কে। পরে তিনি বলেন, “সচিনের সঙ্গে আমার এই প্রথম দেখা। আমি খুব খুশি যে, সচিন আমার খেলা দেখতে এসেছিল। আশা করি আমিও এক দিন ওর ম্যাচ দেখতে যাব। শুধু সচিনেরই ম্যাচ নয়, আমি কখনও ক্রিকেট ম্যাচই দেখিনি।”
বিশ্ব ব্যাডমিন্টন ফাইনালে অসুস্থ হয়ে পড়ায় মালয়েশিয়ায় ফিরে গিয়ে দিনকয়েক বিশ্রাম নিয়ে আইবিএলে মুম্বই মাস্টার্সের দু’টো ম্যাচের পর গতকালই প্রথম খেলতে নামেন লি চং। কিন্তু সিঙ্গলসে জেতার পর সবাইকে চমকে দিয়ে মিক্সড ডাবলসেও নেমে পড়েন টাইন বাউনের সঙ্গে। বিশ্বের এক নম্বর প্লেয়ারের দাপটে মুম্বই মাস্টার্স ৪-১ ম্যাচে দিল্লি স্ম্যাশার্সকে হারানোর পর লি চং বলেন, “ডাবলসটা শুধু ট্রেনিংয়ের সময় খেলি। বড়জোর কোনও স্থানীয় টুর্নামেন্টে। টাইন বাউনের পাশে এই প্রথম খেললাম। অভিজ্ঞতাটা দারুণ মজার।”
বৃহস্পতিবার হায়দরাবাদ ম্যাচেও কি মিক্সড ডাবলসে সাইনার বিরুদ্ধে লি চং-কে দেখা যাবে? সেক্ষেত্রে আইবিএলের মহাযুদ্ধ বোধহয় সেটাই হবে! মিক্সড ডাবলসে ‘টিম সাইনা’ বনাম ‘টিম লি চং’ভারতের ব্যাডমিন্টন রানি বনাম বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকা!

টুইটারে দুই সুপারস্টার
সাইনা: চেন্নাই এক্সপ্রেসের দুর্দান্ত সাফল্যের জন্য অভিনন্দন। আশা করছি, খুব তাড়াতাড়ি ব্লকবাস্টারটা দেখার সুযোগ হবে।
শাহরুখ: নিশ্চয়ই দেখো। বা আমাকে বললে তোমার, তোমার পরিবার আর বন্ধুদের জন্য ব্যবস্থা করে দেব। ভারতকে গর্বিত করে যাও।
সাইনা: দারুণ অফার তো! এই নিয়ে অবশ্যই আপনার সঙ্গে কথা বলব। আপনি নিশ্চয়ই আইবিএল দেখছেন? একটা খেলায় আপনাকে দেখতে পেলে খুব ভাল লাগবে!!!
শাহরুখ: আসতে পারলে দারুণ লাগবে। একটু কাজে আটকে আছি...খুব তাড়াতাড়ি আইবিএল দেখতে যাব।
সাইনা: খুব ভাল। কখন সময় পাবেন, আমাকে জানাবেন।

তোপ দাগলেন জ্বালা
তৌফিক হিদায়াতের মতো ব্যাডমিন্টন কিংবদন্তিকে একহাত নিয়ে সাইনা নেহওয়াল এখন নিজের দেশেরই প্রাক্তন ও বর্তমান প্লেয়ারদের তোপের মুখে। তাঁরই বরাবরের আদর্শ প্লেয়ার হিদায়াত আইবিএলের নিলামে বিদেশি প্লেয়ারদের বেস প্রাইস নির্ধারণের সমালোচনা করার পর সাইনা বলেন, হিদায়াত বিরাট বড় প্লেয়ার কিন্তু এখন প্রাক্তন। কী করে বেশি বেস প্রাইসের আশা করেন তিনি? যে কথার তীব্র সমালোচনা করেছেন সাইনার শহরের জ্বালা গাট্টা এবং প্রাক্তন তারকা উদয় পওয়ার। উদয়ের কথায়, “হিদায়াতের মতো সম্মাননীয়র বক্তব্যকেও সম্মান করা উচিত।” হায়দরাবাদের ডাবলস স্পেশ্যালিস্ট জ্বালা বলেন, “হিদায়াত সর্বকালের সেরাদের মধ্যে একজন। তিনি অবসর নিয়েছেন বলেই তাঁর কীর্তির আর মূল্য নেই এটা হতে পারে না।” সাইনার নাম না করে জ্বালা আরও বলেন, “কোনও বিখ্যাত প্রাক্তন প্লেয়ারের অসম্মান কোনও বর্তমান সফল প্লেয়ারের করার অধিকার নেই। তা সেই প্লেয়ার যতই সাফল্য পাক না কেন?”

পুরনো খবর:

আজ মেগা লড়াইয়ে
সাইনার হায়দরাবাদ

লি চংয়ের মুম্বই

পুণে, বিকেল ৪টে, ইএসপিএনে




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.