|
|
|
|
সৌহার্দ্যের বন্ধনে আট থেকে আশি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাত-সকালেই রাস্তার ধারে একগুচ্ছ রাখি নিয়ে দাঁড়িয়ে কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশী। পথচারীদের দাঁড় করিয়ে রাখি পরাচ্ছেন তিনি।
শুধু পুলিশ নয়, চিকিৎসক, বন্দি, শিক্ষক, এমনকী রাজনৈতিক নেতারাও বুধবার বাঁধা পড়লেন সৌহার্দ্যের শক্ত বাঁধনে। বিভিন্ন সংগঠন, ক্লাব, আশ্রম, স্কুল—রাখিবন্ধনে যোগ দিল সকলে।
প্রথমেই ধরা যাক জেলাশাসকের দফতর। অফিসে কর্মরত ক্লার্ক থেকে অতিরিক্ত জেলাশাসক, নিরাপত্তারক্ষীসকলের হাত আদরে টেনে নিয়ে রাখি পরিয়ে দিচ্ছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। ব্যাঙ্কে কাজ করছেন কর্মীরা। সেখানেও হাজির একটি ধর্মীয় সংগঠন। রাখি পরিয়ে, মিষ্টি মুখ করিয়ে তবে ছাড়ছেন। বাদ পড়েননি হাসপাতালের চিকিৎসক, নার্সরাও। |
মেডিক্যালের শিশু ওয়ার্ডে রাখি বন্ধন। |
প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা রাখি নিয়ে হাজির ওয়ার্ডে-ওয়ার্ডে। কর্মরত চিকিৎসক ও নার্সদের রাখি পরিয়ে দিলেন তাঁরা। সংগঠনের জেলা সম্পাদক কৃপাসিন্ধু গাঁতাইত জানান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল সুপারকে নিয়েই রাখি বন্ধন উৎসব পালন হয়েছে।
রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন হয়েছিল খড়্গপুরের রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়েও। উপস্থিত ছিলেন জেলা সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক শাশ্বতী দাস, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপনকুমার মুর্মু। স্থানীয় আদিবাসীরাও সেই অনুষ্ঠানে যোগ দেন।
অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি কোথাও যুব তৃণমূল তো কোথাও মহিলা তৃণমূল সদস্যরারাস্তা দিয়ে গেলেই ছেঁকে ধরছেন রাখি পরানোর জন্য। এমনকী কোথাও কোথাও মঞ্চ বেঁধেও রাখি পরানো হয়েছে। সেখানে উপস্থিত থেকেছেন নেতারা। ডেবরাতে বিবেকানন্দ ক্লাবের উদ্যোগেও বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সকলকে রাখি পরানো হয়। রাখি পরানো হয় পথচারীদেরও। |
মিষ্টিমুখ কালেক্টরেট মোড়ে। |
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিকদের হাতে রাখি পরিয়ে দেন কারারক্ষীরা। বঙ্কিম স্মৃতি সব পেয়েছির আসরের উদ্যোগে বিকেলে শহরে এক অনুষ্ঠান হয়। বিজেপির কর্মীরা বিভিন্ন অফিসে গিয়ে আধিকারিকদের হাতে রাখি পরান। জেলার প্রায় প্রতিটি থানায়, বিডিও অফিসেও রাখি বন্ধন উৎসব ঘটা করেই পালন হয়েছে এ দিন। বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ায় এ দিন বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তা নিয়ে ঘনঘন এসএমএসে জেলা থেকে বিডিওদের কাছে রিপোর্ট যাচ্ছে, বিডিওদের থেকেও রিপোর্ট আসছে। তারই মাঝে স্বস্তির ছোঁওয়া রাখির বন্ধনে।
|
—নিজস্ব চিত্র। |
|
|
|
|
|