তরজা অযোধ্যা যাত্রাকে ঘিরে, ফাঁপরে কংগ্রেস
বিশ্ব হিন্দু পরিষদের অযোধ্যা যাত্রা নিয়ে বিতর্ক যত বাড়ছে, ততই ফাঁপরে পড়ছে কংগ্রেস। তাদের আশঙ্কা, বিজেপি ও তার সহযোগীরা যে পথে এগোচ্ছে, তাতে উত্তরপ্রদেশে হিন্দু ভোটের মেরুকরণের প্রবল সম্ভাবনা রয়েছে। সেটা হলে ফায়দা হবে বিজেপি ও সমাজবাদী পার্টির। ভোটের অঙ্কে ক্ষতি হবে কংগ্রেসেরই।
সম্প্রতি উত্তরপ্রদেশ প্রশাসন বিশ্ব হিন্দু পরিষদকে ওই যাত্রার সম্মতি দিয়েও পরে তা বাতিল করে দেয়। এর জন্য উত্তরপ্রদেশ সরকারকে ভুগতে হবে বলে হুমকি দিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অশোক সিঙ্ঘল। তা নিয়ে সমাজবাদী পার্টির ধাঁচেই বিশ্ব হিন্দু পরিষদের সমালোচনায় সরব হন জেডিইউ প্রধান শরদ যাদব। তাঁর দাবি, হিন্দুত্বের হাওয়া তুলে এখন আর উত্তরপ্রদেশে ভোটের মেরুকরণ ঘটাতে পারবে না সঙ্ঘ পরিবার। বরং তিনি প্রশ্ন তোলেন, “কে এই অশোক সিঙ্ঘল? তাঁর দলেরই বা কী বিশ্বাসযোগ্যতা? সিংঙ্ঘল মোটেই সব হিন্দুর নেতা নন।” পরিষদের অযোধ্যা যাত্রায় উত্তরপ্রদেশে মেরুকরণের রাজনীতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে শরদের মন্তব্য “নব্বইয়ের রাম মন্দিরের আন্দোলন আর এখনকার সময়ের মধ্যে বিস্তার ফারাক।
একই ঘটনা ভাঙিয়ে বারবার ফায়দা পাওয়া যায় না।”
কংগ্রেস কিন্তু এমনটা মনে করছে না। বরং সমাজবাদী পার্টি যে ভাবে অযোধ্যা যাত্রা নিয়ে এক পা এগিয়ে দু’পা পিছিয়ে এসেছে তার মধ্যে পরিকল্পিত পদক্ষেপের ছাপ দেখছে কংগ্রেস শিবির। কারণ, সমাজবাদী পার্টির ভোট ব্যাঙ্ক হলো যাদব ও মুসলিম সমাজ। যাদব ভোট মুলায়মের সঙ্গে থাকলেও গত লোকসভা নির্বাচনে কল্যাণ সিংহের সঙ্গে জোট করায় সংখ্যালঘু ভোটের একটি বড় অংশ কংগ্রেসের ঘরে চলে যায়। কংগ্রেস হাইকম্যান্ড মনে করছে, ওই মুসলিম ভোট ফিরে পেতে মুলায়ম সিংহ যাদবরা এখন মরিয়া। তাই বিজেপি তথা বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে সক্রিয় হয়ে আসলে সংখ্যালঘুদের বার্তা দিতে চাইছে অখিলেশ সরকার। তাই প্রথমে অনুমতি দিয়েও দলের মুসলিম মুখ তথা সংখ্যালঘু মন্ত্রী আজম খান প্রশ্ন তোলা মাত্রই আইন-শৃঙ্খলার কারণ দেখিয়ে অযোধ্যা যাত্রা বাতিল করার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন। কোনও মিছিল যাতে অযোধ্যায় ঢুকতে না পারে তার জন্য অযোধ্যার লাগোয়া ছ’টি জেলার সীমানা ইতিমধ্যেই সিল করে দিয়েছে রাজ্য সরকার।
এর মধ্যে লাভই দেখছে বিজেপি। তাদের মতে, হিন্দু ভোটের মেরুকরণের সম্ভাবনাই বাড়ছে এতে। নরেন্দ্র মোদী নিজে অযোধ্যা ও রামমন্দির প্রসঙ্গ এড়িয়ে বিকাশপুরুষ হিসেবে নিজেকে তুলে ধরতে তৎপর। তাঁর ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহর নেতৃত্বে দলের রাজ্য শাখা দাবি তুলছে, উত্তরপ্রদেশের কোনও আসন থেকে লড়ুন মোদী। কিন্তু লোকসভা ভোটে উত্তরপ্রদেশ থেকে যত বেশি সম্ভব আসন জয়ের লক্ষ্যে মেরুকরণেও সমান জোর দিচ্ছে বিজেপি তথা সঙঘ পরিবার। ফলে চিন্তা বাড়ছে কংগ্রেসের।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.