মুকুলের কাছে নিহতের পরিবার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
খয়রাশোলের নিহত তৃণমূল নেতা অশোক ঘোষের পরিবার বুধবার দেখা করল মুকুল রায়ের সঙ্গে। তপসিয়ার তৃণমূল ভবনে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুলবাবুর কাছে অশোকবাবুর হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে। অশোকবাবুর পরিবারের সঙ্গে কথা বলার পরে মুকুলবাবু বলেন, “ওঁরা আমাদের দলের লোক। আমার কাছে আসবেই। অশোকবাবুর হত্যাকারী যাতে ধরা পড়ে, সেই দাবিই জানিয়েছেন ওঁরা। হত্যাকারী ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছি।” নিহতের পরিবারকে নিরাপত্তার আশ্বাসও দেন মুকুলবাবু। তাঁদের দাবিদাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানানোর আশ্বাস দিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর। তবে পরিবারটি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনও ইচ্ছা প্রকাশ করেনি বলে মুকুলবাবুর দাবি। নিহতের ছেলে বিশ্বজিৎ অবশ্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের দেখা করার কথা ছিল। তিনি বলেন, “সিউড়ির বিধায়ক স্বপন ঘোষের কাছ থেকে জানতে পারি মুখ্যমন্ত্রীর এ দিন বিশেষ ব্যস্ত থাকায় দেখা করতে পারছেন না। পরে একদিন দেখা করবেন।” তবে, মুকুলবাবুর সঙ্গে দেখা করে তাঁরা সন্তুষ্ট বলে জানিয়েছেন বিশ্বজিৎ। “আততায়ীদের ধরা তো বটেই, কিন্তু আমার বাবাকে কেন খুন করা হয়েছে, তা যেন পুলিশ তদন্ত করে বের করে, সেই আর্জি জানিয়েছি মুকুলবাবুর কাছে।” বলেন বিশ্বজিৎ।
পুরনো খবর: দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা অশোক ঘোষ
|
মৃত্যু হল অগ্নিদগ্ধ বধূর
নিজস্ব সংবাদদাতা • বোলপুর
|
বর্ধমান মেডিক্যালে বুধবার মৃত্যু হল অগ্নিদগ্ধ বধূ কাজলদেবীর (২৪)। হাসপাতাল সূত্রের খবর, আজ বৃহস্পতিবার দেহের ময়না তদন্ত হবে। গত শনিবার সাঁইথিয়ার খাঁয়েরপাড়া গ্রামের ওই বধুর দুই শিশুকন্যাকে খুন ও গায়ে আগুন দেওয়ার অভিযোগ ওঠে স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে। ওই দিন বোলপুর মহকুমা হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। কাজলদেবীকে বোলপুর থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছিল। দু’টি কন্যা সন্তান হওয়া এবং বাপেরবাড়ি থেকে টাকার দাবিতে কাজলদেবীর ওপর নির্যাতন করার অভিযোগ ছিল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক।
|
পুরভোটের মনোনয়ন
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
আসন্ন দুবরাজপুর পুরসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে ১৬ অগস্ট থেকে। একমাত্র তৃণমূল বাদে বিভিন্ন রাজনৈতিক দল ধাপে ধাপে সিউড়ি সদর মহকুমাশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিলের কাজটি করছিল। বুধবারই প্রথম ১১টি মনোনয়ন দাখিল করল তৃণমূল। তবে শুধু তৃণমূল নয়, কংগ্রেস ও বিজেপি মিলিয়ে এ দিনই সবচেয়ে বেশি সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে। রাজনৈতিক দল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৬টি ওয়ার্ড বিশিষ্ট দুবরাজপুর পুরসভার নির্বাচনে এখনও পর্যন্ত সিপিএমের ১২ জন, তৃণমূলের ১১ জন, কংগ্রেস ও বিজেপির ৮ জন করে প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
|
ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত। |
শতাব্দী রায়ের সাংসদ তহবিলের টাকায় দিন কয়েক আগে তৈরি হয় শাল নদীর উপর এই কজওয়েটি। টানা বৃষ্টিতে দুবরাজপুরের বালিজুড়ি পঞ্চায়েতের মেজে ও বেলসরা গ্রামের মধ্যে থাকা ওই কজওয়ে ছাপিয়ে বইছে জল। বুধবার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, হিংলো জলাধার থেকে ৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সকালের দিকে কিছুক্ষণ রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হতে পারে। এলাকায় পুলিশ রয়েছে।
|
মূক-বধির যুবতী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী |
রাস্তায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক মূক-বধির যুবতীকে উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরে সোনামুখী পুরশহরের হাসপাতাল মোড়ের ঘটনা।
|
গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কোটশিলা থানার পুলিশ। সোমবার কোটশিলা বাজার এলাকা থেকে ওই তিন জনকে ধরা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নীলকান্ত সুধীরকুমার। ধৃতেরা আড়শা ও কোটশিলা থানা এলাকার বাসিন্দা। পুলিশ সুপার জানান, ধৃতদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র ও ১০টি গুলি মিলেছে। একটি আগ্নেয়াস্ত্র বিদেশি।
|