বিজেপিকে নিয়ে বোর্ড গঠন করায় দলীয় নেতৃত্বের ক্ষোভের মুখে পূর্বস্থলী-১ ব্লকের নসরতপুর ও পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের সিপিএম সদস্যেরা।
দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ অমান্য করে ওই দু’টি পঞ্চায়েতের ভোট পরবর্তী বোর্ড গঠনের সময় বিজেপি-র বোঝাপড়া করেন সিপিএমের সদস্যেরা। নসরতপুর পঞ্চায়েতে শনিবার বোর্ড গঠনের দিন ১৬-১৩ ভোটে প্রধান নির্বাচিত হন বিজেপির প্রার্থী। উপপ্রধানও নির্বাচিত হয় বিজেপি থেকে। অপর দিকে, পূর্বস্থলী-২ ব্লকের নিমদহ পঞ্চায়েতে সোমবার বোর্ড গঠনের দিন বিজেপির প্রধান ও সিপিএমের উপপ্রধান নির্বাচিত হয়। প্রসঙ্গত, নসরতপুর পঞ্চায়েতে ৩০টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি দু’দলই ১২টি করে আসন পেয়েছে। সিপিএম পেয়েছে ৩টি আসন। অন্যদিকে, নিমদহ পঞ্চায়েতে সিপিএম পেয়েছে ১১টি, তৃণমূলের ৭টি ও বিজেপি ৫টি আসন।
এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তিতে সিপিএমের জোনাল নেতৃত্ব। দলের পূর্বস্থলী জোনাল কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল বলেন, “দু’টি ঘটনাতেই দলের সমর্থন নেই। নিমদহে নির্বাচিত সদস্যদের বিজেপিকে সমর্থন না করার জন্য আগাম সতর্ক করে দেওয়া হয়েছিল। বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। সবার বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে সিপিএমের কৌশল বলেই মনে করছেন। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “পূর্বস্থলী-২ পঞ্চায়েত সমিতির ২৭টি আসনের মধ্যে তৃণমূল ১০টি, সিপিএম ১২টি ও বিজেপি ২টি আসন পেয়েছে। পূর্বস্থলী-২ পঞ্চায়েত সমিতি দখল করার জন্যই সিপিএম ও বিজেপির এই আঁতাত। কারণ বিজেপি সমর্থন না করলে সিপিএমের পক্ষে ওই পঞ্চায়েত সমিতি দখল করা সম্ভব নয়।” |