টুকরো খবর
চাকরির টোপ, ধৃত দুই মহিলা
পুলিশের চাকরির টোপ দিয়ে দুই যুবকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দুই মহিলাকে ধরল পুলিশ। শনিবার বালুরঘাটের নেপালিপাড়া এবং খানপুর এলাকা থেকে দুজনকে পুলিশ ধরে। ধৃতরা হলেন সুস্মিতা রায়চৌধুরী ও তাপসী পাল। কলকাতার বিরাটির বাসিন্দা সুস্মিতা শহরের নেপালিপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাপসীদেবী শহর লাগোয়া খানপুরের বাসিন্দা। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “মাস চারেক আগে কলকাতা পুলিশের চাকরি দেওয়ার দুই যুবকের থেকে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। হোমগার্ডের চাকরির টোপ দিয়েও তারা বহু বেকার যুবক যুবতীর কাছ থেকে লক্ষাধিক টাকা আদায় করেছেন বলে অভিযোগ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” এ দিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্ত সুস্মিতা এবং তাপসীর দাবি, “চাকরির ব্যবস্থা না হলে টাকা ফেরতের লিখিত শর্ত দেওয়া হয়। কারও সঙ্গে প্রতারণা করা হয়নি।” রায়গঞ্জ থানার বিন্নগর এলাকার বাসিন্দা দুই যুবক সন্দীপ ভট্টাচার্য ও শুভজিৎ সাহার অভিযোগ, “লালবাজারের কর্তাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবি করে কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলেন। চেক ও নগদে মিলিয়ে দুই জনে সুস্মিতাকে ছয় লক্ষ ১৫ হাজার টাকা দিয়েছি।”

বিক্ষোভ, অবরোধ
২৪ ঘণ্টা পেরোলেও পণ্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের ‘অপহৃত’ সিপিএম সদস্য উদ্ধার না হওয়ার অভিযোগে রবিবার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবং ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছে সিপিএম। শনিবার গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সভায় যাওয়ার সময়ে সিপিএম এবং কংগ্রেসের দু’জন করে মোট চারজন সদস্যকে তৃণমূল কর্মীরা অপহরণ করে বলে অভিযোগ। তাঁদের মধ্যে তিন মহিলা ফিরে এলেও সিপিএমের একজন পুরুষ সমর্থকের খোঁজ মেলেনি। উত্তর দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা জানিয়েছেন, “তিন জন সদসাকে তাঁদের পরিবারের লোকেরাই নিয়ে এসেছে। এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। অপহরণের পরে ফিরে আসা কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা ফুলেশ্বরী সিংহ বলেন, “আগ্নেয়াস্ত্র দেখিয়ে তৃণমূলের কিছু কর্মী একটি লালরঙের গাড়িতে করে সারা দিন ধরে বিহার থেকে নেপাল সীমান্ত ঘুরিয়েছে। পরে গভীর রাতে ইসলামপুরে নিয়ে এসে নির্জন রাস্তায় ছেড়ে দেয়। গোটা সময়টা বন্দুক তাক করে রাখা হয়েছিল।” সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুবীর বিশ্বাস বলেন, “আমাদের ওই প্রার্থী উদ্ধার না হওয়া পর্যন্ত থানা ঘেরাও চলবে। ওই প্রার্থীকে না নিয়ে আমাদের সমর্থকরা কেউ বাড়ি ফিরবে না।”

উচ্চ শিক্ষার প্রসারে দাবি বিশ্ববিদ্যালয়ের
জেলায় উচ্চশিক্ষার প্রসারে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলল দক্ষিণ দিনাজপুরের বিদ্বজ্জন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। রবিবার বিকেলে বালুরঘাট হাইস্কুলে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, জন প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সভায় ওই দাবি উঠেছে। শিক্ষকদের পাশাপাশি জেলার সাংসদ, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী সকলকে নিয়ে এ দিন একটি কমিটিও গঠন করা হয়েছে। তৃণমূল বিধায়ক সত্যেন রায়, জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় সহ ডান-বাম সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এ দিনের সভায় উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে, প্রথমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের কাছে দাবিসনদ পেশ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

ননদকে খুন, গ্রেফতার
ননদকে গলা টিপে খুনের অভিযোগ উঠেছে বৌদির বিরুদ্ধে। মালদহ হরিশ্চন্দ্রপুরের রাড়িয়ালে শনিবার বিকালে ঘটনাটি ঘটে। মৃতার নাম পুতুল খাতুন (১৭)। রবিবার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। খুনের ঘটনায় অভিযুক্ত বৌদি মেসুদা বিবিকে রবিবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে শাশুড়ির সঙ্গে মেসুদা বিবির বিবাদ শুরু হয়। মায়ের পক্ষ নেয় পুতুল। অভিযোগ, বিবাদ চলাকালীন আচমকাই পুতুলের গলা চেপে তাঁকে মাটিতে ফেলে দেয় বৌদি মেসুদা। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। পুতুল হৃদরোগের সমস্যায় ভুগছিল বলেও জেনেছে পুলিশ।

সীমান্তে হত গুলিতে
রবিবার ভোরে হিলি সীমান্তের জিরো পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম বাপ্পা মণ্ডল (২৬)। মৃতের বাড়ি হিলির লস্করপুর এলাকায় বলে জানা গিয়েছে। কোনও ভাবে সীমান্তের অন্য পারে চলে যাওয়ায় বাংলাদেশ বর্ডার গার্ডের গুলিতে তার মৃত্যু হতে পারে। চোরাচালানের সঙ্গে ওই যুবক যুক্ত কি না দেখছে পুলিশ।

অস্বাভাবিক মৃত্যু
বংশীহারি থানার খুশকারি এলাকার বাসিন্দা এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম গুপিন সরেন (২২)। রবিবার সকালে বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে একটি গাছের নিচে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। বিষক্রিয়ায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.