কংগ্রেসকে আটকাতে জোট তৃণমূল-বিজেপি-সিপিএমে
ত্রিশঙ্কু তিনটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে কংগ্রেসকে আটকাতে হাত মেলানোর অভিযোগ উঠল সিপিএম, তৃনমূল ও বিজেপি’র বিরুদ্ধে। শনিবার মালদহের চাঁচল-১ ব্লকের চাঁচল, কলিগ্রাম ও অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। ১৯৭৭ সালের পর এবারই প্রথম কলিগ্রাম হাতছাড়া হল কংগ্রেসের। ৩ দশক বাদে হাতছাড়া হয়েছে চাঁচল গ্রাম পঞ্চায়েতও। দুটিতেই বিজেপি-র প্রধান নির্বাচিত হন। আর অলিহন্ডায় তৃণমূলকে নিয়ে বোর্ড গঠন করেছে সিপিএম। নির্দেশ অমান্য করে স্থানীয় স্তরে ওই জোট হয়েছে বলে দাবি সিপিএম নেতৃত্বের। বিজেপি ও তৃনমূল কংগ্রেসকে রুখতে ওই পথে হেঁটেছে বলে স্বীকার করে নিয়েছে। চাঁচল-১ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতই কংগ্রেসের ৮টি দখলে ছিল। এ বার ভগবানপুর, খরবা, মহানন্দপুর. মতিহারপুর ও মকদমপুর পঞ্চায়েত একক ভাবে ক্ষমতা দখল করে সিপিএম। ত্রিশঙ্কু তিনটির মধ্যে ২৩ আসনের চাঁচল পঞ্চায়েতে কংগ্রেস ১১, বামফ্রন্ট ৮, তৃনমূল ২ ও বিজেপি ২টি আসন পায়। আবার ১৫টি আসনের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ৫, বিজেপি ৫, সিপিএম ৩, তৃনমূল ১ ও তৃনমূল সমর্থিত নির্দল ১টি আসন পেয়েছে। ১৩টি আসনের অলিহন্ডায় কংগ্রেস ও সিপিএম ৬টি করে ও তৃনমূল ১টি আসন পায়। প্রশাসনিক সূত্রের খবর, গত শনিবার ৫টিতে একক ভাবে বোর্ড গঠন করে সিপিএম। কিন্তু কলিগ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান পদপ্রার্থী রতন দাসকে সমর্থন করে সিপিএম ও তৃণমূল। চাঁচল পঞ্চায়েতে প্রধান হন বিজেপি-র আদর্শ রাম। তাঁকে সমর্থন করে বামফ্রন্ট ও তৃনমূল। উপপ্রধান তৃণমূলের আবেদ আলিকে সমর্থন করেন বাম ও বিজেপি। অলিহন্ডায় বোর্ড গড়েছে সিপিএম ও তৃণমূল। সেখানে প্রধান হন সিপিএমের রেখা গুপ্ত ও উপপ্রধান হন তৃণমূলের মিনা বিবি। কংগ্রেসের চাঁচল ১ ব্লকের সাধারণ সম্পাদক ইনতাজ হোসেন বলেন, “সিপিএম, তৃনমূল বিজেপিকে সাম্প্রদায়িক বলে গলা ফাটায়। যা হল তা চরম সুবিধাবাদী রাজনীতি ছাড়া কিছু নয়। মানুষ দেখল কী হল।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.