জলহীন রইল এসএনসিইউ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
টানা ৩৬ ঘণ্টা জলহীন রইল পুরুলিয়া সদর হাসপাতালের নবজাত শিশুদের পরিচর্যা কেন্দ্র (এসএনসিইউ)। জলের পাইপ লাইনে গণ্ডগোলের জেরে শুক্রবার রাত থেকে ওই বিভাগে জল সরবরাহ বন্ধ থাকে। সমস্যায় পড়েন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জল সরবরাহ স্বাভাবিক হতে শনিবার বিকেলে গড়িয়ে যায়। অন্য বিভাগগুলিতে অবশ্য সমস্যা হয়নি। প্রায় বছর দশেক আগে রাজ্যে এটিকে মডেল নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। এই বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, এখানে ভর্তি থাকা প্রতিটি অসুস্থ সদ্যোজাতকে দেখার আগে জল দিয়ে ভাল করে হাত ধুতে হয়। শিশুদের পরিচ্ছন্ন রাখার জন্যও দলের দরকার। তাই বাইরে থেকে ড্রামে জল এনে ব্যবহার করতে হচ্ছিল। হাসপাতাল সুপার নীলাঞ্জনা সেন বলেন, “পাইপ লাইনে গণ্ডগোলের জন্য জলের সমস্যা হয়েছিল। মিটে গিয়েছে।”
পুরনো খবর: ইতিহাস গড়ে নিজেই থমকে গিয়েছে ‘পুরুলিয়া মডেল’
|
পান্তা খেয়ে অসুস্থ কুড়ি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
অরন্ধনের পান্তা ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২০ জন। চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ার ঘটনা। অসুস্থদের মধ্যে একজনকে রবিবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বাকিদের স্থানীয় দ্বারিগেড়িয়া ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক গিরীশচন্দ্র বেরা বলেন, “প্রাথমিক তদন্তে অনুমান, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” স্থানীয় সূত্রে খবর, গত ১৬ অগস্ট চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়ার কালু চৌধুরীর বাড়িতে মনসা পুজো হয়। পর দিন নিমন্ত্রিতরা এসে অরন্ধনের পান্তা ভাত খান। রবিবার রাত থেকে অনেকের পেটে ব্যাথা, বমি-জ্বর শুরু হয়। রবিবার ভোরে প্রথমে আট-দশজনকে ভর্তি করানো হয়। পরে আরও অনেকেরই ওই একই উপসর্গ দেখা দিলে সবাইকেই প্রথমে দ্বারিগেড়িয়া ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এক জনের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
|
কেশপুরে সিএমওএইচ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বৌভাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শতাধিক গ্রামবাসী। চিকিত্সা কেমন চলছে দেখতে রবিবার কেশপুরের খেতুয়ায় ঘটনাস্থলে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। বৃহস্পতিবার খেতুয়ার রাজোগ্রামের একটি বাড়িতে বৌভাতের খাবার খাওয়ার পর অনেকে অসুস্থ হয়ে পড়েন। মোহবনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫৮ জনকে ভর্তি করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন ভর্তি হন। শুক্রবার সকালেই এলাকায় পৌঁছয় মেডিক্যাল টিম। রবিবারও ওই এলাকায় মেডিক্যাল টিম কাজ করেছে। গিরীশচন্দ্রবাবু বলেন, “অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এলাকায় মেডিক্যাল টিম কাজ করছে।”
|
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা বছর ধরে নানা অনুষ্ঠান চলছেই। তারই অঙ্গ হিসাবে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হল মুণ্ডুমারি উষানন্দ বিদ্যাপীঠের উদ্যোগে। অনুষ্ঠানের উদ্বোধন করেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বরুন চন্দ্রশেখর। ডিসেম্বর মাসে টানা চার দিন ধরে মেলা ও অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী পালনের সমাপ্তি হবে।
|
‘আই ব্যাঙ্ক’ খুলল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
প্রায় দুই বছর বন্ধ থাকার পর ফের চালু হল রায়গঞ্জ আইব্যাঙ্ক। রবিবার দুপুরে জেলা হাসপাতাল চত্বরে নতুন সাজে আইব্যাঙ্কের উদ্বোধন করেন উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত। রাজ্য স্বাস্থ্য দফতর আই ব্যাঙ্কটি অধিগ্রহণ করে চালু করল। দুবছর ধরে এই জেলার ৭৩ দৃষ্টিহীন বাসিন্দা কর্নিয়া পাওয়ার জন্য আই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে আবেদন করলেও ব্যাঙ্কটি বন্ধ থাকায় তা দেওয়া যায়নি।
|
ক্যানসার সচেতনতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ক্যানসার সচেতনতা শিবির হল মেদিনীপুর কলেজিয়েট (বালিকা) স্কুলে। মেদিনীপুর ক্যানসার কেয়ার- এর উদ্যোগে শনিবার ওই শিবির হয়। শিবিরে উপস্থিত ছিলেন চিকিত্সক দেবাশিস মজুমদার, সুদীপ্ত চৌধুরী, আরএন প্রধান। |