টুকরো খবর |
ইভটিজিংয়ে ধৃত ৩ ছাত্র |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অটোয় এক মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগে ৩ কলেজ ছাত্রকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। একজন পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায়। অভিযুক্ত তিন ছাত্র পেম্বা ভুটিয়া, রীতেশ ভুজেল, জর্ডন রাইকে ধরেছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। ধৃতরা সকলেই সিকিমের গ্যাংটকের বাসিন্দা। শিলিগুড়িতে পড়াশুনার জন্য হাকিমপাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকত বলে জানা গিয়েছে। ওই দিন রাতে কোর্ট মোড় থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে আসা অটোয় ওই মহিলা ও অভিযুক্ত ছাত্ররা একসঙ্গেই ওঠে। স্টেশনে ঢোকার আগে বাকিরা নেমে গেলে অটোতে ছিল ওই মহিলা এবং চার ছাত্র। একা পেয়ে তাঁকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতে শুরু করে তাঁরা বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। কিছুক্ষণ চুপ করে থাকার পর অটোটি স্টেশন চত্বরে পৌঁছনোর পর চিৎকার করেন ওই মহিলা। তাঁর চিৎকারে স্থানীয়রা এসে ধরে ফেলে ৩ জনকে। মারধর করে আরপিএফের হাতে তুলে দেন বাসিন্দারা। পরে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
|
শাসকদলে জয়ী নির্দল |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী নির্দল কাউন্সিলর মায়া মজুমদার। রবিবার সন্ধ্যায় তৃণমূল নেতাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে মায়াদেবী তৃণমূলে যোগ দেন। মায়া মজুমদারের স্বামী স্বপনবাবুও প্রাক্তন নির্দল কাউন্সিলর। তিনিও তৃণমূলে যোগ দিয়েছেন। মায়াদেবী বলেন, “উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তৃণমূল যুব কংগ্রেস রাজ্য কমিটির কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “স্বপনবাবুকে সর্বভারতীয় সম্পাদক মকুল রায়ের সঙ্গে যোগাযোগ করাই। দলের তরফে অনুমতি মেলায় এ দিন তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। এ বারের পুর নির্বাচনে মায়াদেবী প্রার্থী হবেন।” টাউন ব্লক কংগ্রেস সভাপতি তথা বিদায়ী চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “গত নির্বাচনে কংগ্রেস ১৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে সমর্থন করেছিল। এ বছর দলীয় প্রতীক ছাড়া কাউকে প্রার্থী করা হবে না সিদ্ধান্ত হয়েছে। তাই স্বপনবাবু, মায়াদেবী তৃণমূলে গেলেন।”
|
হামলা, অগ্নিসংযোগ অভিযোগ দু’তরফেই |
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
বিজয় মিছিল কেন্দ্র করে দুটি বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ তুলল সিপিএম-তৃণমূল। ওই ঘটনায় দুই দলের মোট ১০ জন জখম হন। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ধূপগুড়ি থানা এলাকার গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়ায়। ধূপগুড়ি থানার আইসি যুগল চন্দ্র বিশ্বাস বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে।” এ দিন দুপুরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার সিপিএমের জয়ী প্রার্থী আজিজুল হক বিজয় মিছিল বার করেন। তৃণমূলের অভিযোগ, মিছিল থেকে তৃণমূল সমর্থক আমিনুল হকের বাড়ি লক্ষ করে ঢিল ছোড়া হয়। সে সেময় সিপিএম কর্মীরা তাঁর দরমার বেড়া দেওয়া একটি ঘরে আগুন দেন। দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। ভোটপাড়ার বাসিন্দা সিপিএম সমর্থক খোকা মিঁয়ার পাটশলার বেড়া দেওয়া ঘরেও আগুন দেওয়া হয় বলে অভিযোগ। ঘরের কিছুটা পুড়ে যায়। সিপিএমের ছয় ও তৃণমূলের চার জন জখম হন।
|
রাষ্ট্রপতি পুরস্কারের মনোনয়ন শিক্ষককে |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পালি ভাষা চর্চা, গবেষণায় অবদানের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সত্যপাল মহাফেরো এ বার রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। ডুয়ার্সের মালবাজার পুরসভা এলাকার বাসিন্দা সত্যপালবাবু। গত ১৫ অগস্ট কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের তরফে ই-মেলে বিষয়টি জানানো হয়। সত্যপালবাবু দিল্লি বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ভাষা চর্চা বিভাগের প্রধান। ওই বিশ্ববিদ্যালয়ে ২০ বছর ধরে তিনি শিক্ষকতার কাজে যুক্ত। সেই সুবাদে দেশে ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তা হিসাবে পড়ুয়া, গবেষকের কাছে বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছেন।
|
আদিবাসী বিকাশ পরিষদের হুমকি |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
গোর্খাল্যান্ডের দাবি নিয়ে রাজ্য সরকারের ভূমিকাকে স্বাগত জানিয়ে, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ডুয়ার্স সামিল করা হলে পাল্টা আন্দোলনের হুমকি দিল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। রবিবার ডুয়ার্সের নাগরাকাটার আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে পরিষদের ডুয়ার্স কমিটির কর্মিসভা আয়োজিত হয়। পরিষদের ডুয়ার্স কমিটি সভাপতি পরিমল লগুন জানিয়েছেন, সংগঠনকে শক্তিশালী করতে দ্রুত ব্লক ভিত্তিক নতুন কমিটি গড়া হবে। ডুয়ার্স কমিটির সম্পাদক রাজেশ লাকড়া বলেন, “গোর্খাল্যান্ড নিয়ে রাজ্যর ভূমিকা স্বাগত জানাই।”
|
রিপোর্ট তলব |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পরিকাঠামো মতো বন্দি রাখা হচ্ছে কি না সে ব্যাপারে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের কাছে রিপোর্ট চাইল দার্জিলিং জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বিপ্লব রায়। রবিবার সংশোধনাগার পরিদর্শন করেন তিনি। বেলা সাড়ে ৯ টা নাগাদ তিনি জেল পরিদর্শনে যান। ১ ঘণ্টা বন্দিদের সঙ্গে কথা বলে সমস্যা শোনেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়মমাফিক পরিদর্শন হয়েছে। জেলা আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট লিগাল এড ফোরাম এবং জেলা আইনি পরিষেবা সমিতির যৌথ উদ্যোগে কর্মশালার অংশ নেন। |
ভারসাম্যহীন উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মানসিক ভারসাম্যহীন এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল রেল সুরক্ষা বাহিনী। অসমের করিমগঞ্জের বাসিন্দা ওই যুবককে শনিবার রাতে আলিপুরদুয়ার জংশন রেল ষ্টেশনে ঘোরাপেরা করতে দেখে রেল সুরক্ষা বাহিনী জওয়ানরা। তার থেকে ফোন নম্বর জোগাড় করে বাড়িতে খবর পাঠানো হয়। রবিবার পরিবারের লোক তাকে নিয়ে যান।
|
ডুবে মৃত্যু চালকের |
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
স্নান করতে নেমে বাগানের জলাশয়ে ডুবে মৃত্যু হল এক গাড়ি চালকের। রবিবার সকালে ঘটনাটি ঘটে ডুয়ার্সের রামঝোরা বাগানে। মৃত যুবকের নাম হরি মিশ্র (৩৫)। তাঁর বাড়ি বাগান লাগোয়া রামঝোরা বাজারে। এদিন ৮টা নাগাদ তিনি ওই জলাশয়ে স্নান করতে নেমে জলে ডুবে যান। |
|