এজলাস চালু
নিজস্ব প্রতিবেদন |
নতুন দু’টি এজলাস চালু হল খাতড়া আদালতে। শনিবার দেওয়ানি আদালত (উচ্চবিভাগ) ও দেওয়ানি আদালত (নিম্নবিভাগ) উদ্বোধন করেন হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া। খাতড়া দেওয়ানি আদালতের (উচ্চবিভাগ) বিচারক হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দেওয়ানি আদালত (নিম্নবিভাগ) বিচারক হলেন অর্কদেব মুখোপাধ্যায়। ছিলেন বাঁকুড়া আদালতের জেলা ও দায়রা বিচারক পবনকুমার মণ্ডল, খাতড়া আদালতের বিচারক দ্যুতি রায় প্রমুখ। লিগ্যাল এড ফোরামের উদ্যোগে বিষ্ণুপুর আদালতে রবিবার লোক আদালত বসে। ছিলেন ফোরামের চেয়ারম্যান তথা অতিরিক্ত জেলা বিচারক দুর্গা খৈতান, ফোরামের সদস্য তথা বিষ্ণুপুরের এসডিও অদীপকুমার রায় প্রমুখ।
|
সাত বিক্ষুব্ধ ফের তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • সোনামুখী |
দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে জিতে আসা সোনামুখী ব্লকের হামিরহাটি, ধানসিমলা ও ধুলাই পঞ্চায়েতের ৭ সদস্য ফের তৃণমূলে যোগ দিলেন। শনিবার সোনামুখীর তৃণমূল বিধায়ক দীপালি সাহার কাছে তাঁরা দলে যোগ দেন বলে জানিয়েছেন জেলা চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামবাবু বলেন, “এর ফলে হামিরহাটি ও ধানসিমলা গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে এল।”
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। জখম হলেন অন্য এক কৃষক। মৃতের নাম মতিলাল মুর্মু (৩৫)। তাঁর বাড়ি সাঁতুড়ির কেনথোল গ্রামে। শনিবার ওই গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা করানো হয়।
|
বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ায় মৃত্যু হল মানবাজারের গোবিন্দনগর গ্রামের পূর্ণচন্দ্র বাউরি-র (৫৫)। শুক্রবার রাতের ঘটনা। |