খুনের চেষ্টার অভিযুক্তকে ছাড়ার দাবিতে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
মদ্যপ অবস্থায় ধারাল অস্ত্র নিয়ে বাজারে দোকানদারদের হুমকি, রাস্তায় বাইক থামিয়ে ভাঙচুর ও এক সাইকেল আরোহীকে খুনের চেষ্টার অভিযোগে ধৃতকে ছেড়ে দেওয়ার দাবিতে চার ঘণ্টা ধরে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন তৃণমূলের লোকজন। শনিবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাগদা বাজারে বনগাঁ-বাগদা সড়কে। অবরোধের খবর পেয়ে বাগদা থানার ওসি গোপাল বিশ্বাস এবং গাইঘাটার সিআই বিশ্বজিৎ পাত্র গিয়ে ঘটনার তদন্ত ও অবরোধকারীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশ সূত্রের খবর, খাসপাড়ার মহীতোষ সর্দার নামে এক যুবক মদ্যপ অবস্থায় বৃহস্পতিবার বাগদা বাজারে তাণ্ডব চালায়। স্বরূপ রায় নামে এক যুবকের গলায় ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তাতে জখম হন ওই যুবক। ঠিকাদারির কাজ করা মহীতোষ এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। মহীতোষকে গ্রেফতারের দাবিতে শুক্রবার বাগদা বাজার কমিটি দোকানপাট বন্ধ রাখেন। পথ অবরোধও করেন ব্যবসায়ীরা। ওই দিনই বিকেলে মহীতোষকে গ্রেফতার করে পুলিশ। এর পরেই শনিবার তাকে ছেড়ে দেওয়ার দাবিতে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করেন বাসিন্দারা। বাগদার তৃণমূল নেতা পরিতোষ সাহা বলেন, “যাঁরা অবরোধ করেছিলেন, তাঁরা তৃণমূল করেন। তবে পুলিশ ঘটনার তদন্ত না করে কনা ধারায় মামলা রুজু করেছে। এটা ঠিক হয়নি।”জেলা পুলিশের এক কর্তা জানায়, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল হাসনাবাদ ও হাড়োয়ায়। পুলিশ জানিয়েছে, হাড়োয়ার আটপুকুর গ্রামের কিশোর বাকিবুর গাজির (১৩) দেহ শনিবার দুপুরে একটি পুকুরে ভাসতে দেখা যায়। মৃতের মামা আজিজুল মণ্ডল বলেন, ‘‘সাঁতার জানত বাকিবুর।” তাঁর সন্দেহ এটি খুন। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে, রবিবার সকালে হাসনাবাদ থানার বিশপুর গ্রামের বাসিন্দা স্বপন মণ্ডলের (২৬) দেহ বাড়ি থেকে কিছুটা দূরে একটি ক্লাবের পাশের পুকুরে ভাসতে দেখা যায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, পঁচিশ দিন আগে বিয়ে হয়েছে স্বপনের। শনিবার রাত ৮টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। তার পর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে পুকুরে তাঁর দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
|
ক্যানিংয়ে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এলাকায় তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে, অথচ পুলিশ নিষ্ক্রিয় এই অভিযোগ তুলে রবিবার ক্যানিংয়ের হবির মোড়ে দু’ঘণ্টা অবরোধ করে এসইউসি। পুলিশ গিয়ে অবরোধ তোলে। পুলিশ জানায়, গোলমালের ঘটনায় অভিযোগ মতো পুলিশ প্রতিটি ক্ষেত্রেই ব্যবস্থা নিচ্ছে। এ দিন তৃণমূলের বিরুদ্ধে ক্যানিংয়ের গোলাবাড়ি এবং তালদিতে দলীয় ১০-১২ জন কর্মীকে মারধর এবং তাঁদের বাড়িতে লুঠপাট ও ভাঙচুরের অভিযোগ তোলে সিপিএম। যদিও রাত পর্যন্ত এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সব অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল। |