গৌতম গম্ভীর, যুবরাজ সিংহ ও জাহির খানদের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সে জন্য তাদের খিদে থাকা দরকার।
ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম শিখর ধবন, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমাররা ধারাবাহিকভাবে ভাল খেলায় গম্ভীর, যুবরাজ, জাহিরদের ভারতীয় দলে ফেরা আপাতত বিশ বাঁও জলে। বীরেন্দ্র সহবাগ ও হরভজন সিংহেরও একই অবস্থা। কিন্তু সৌরভ মনে করেন, এ ভাবে কারও নামই একেবারে বাতিলের খাতায় লিখে দেওয়া যায় না। তাঁর বক্তব্য, “কেউই পুরোপুরি দলের বাইরে চলে যেতে পারে না। ২০১১-য় এদের বাদ দিয়ে ভারতীয় দলই হত না। আর আজ এরাই দলের বাইরে। সুতরাং, কাল কি হবে, তা বলে দেওয়া যায় না।” |
এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ এ দিন বলেন, “ওরা প্রত্যেকেই ভাল ক্রিকেটার। সহবাগ অন্যতম সেরা ওপেনার। জাহির ৩০০ উইকেটের কাছাকাছি চলে গিয়েছে। বিশ্বকাপে যুবরাজের কী পারফরম্যান্স। ওরা ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছে, টেস্ট জিতিয়েছে, টেস্ট সিরিজ জিতিয়েছে। ওদের বেশি দিন দলের বাইরে রেখে দেওয়া সম্ভব নয়। তবে ওদের মধ্যে যদি সেই খিদেটা থাকে, তা হলেই ওরা ভারতীয় দলে ফিরতে পারে। এ জন্য ওদের ক্রিকেটে ফোকাস রাখতে হবে। পরিশ্রম করে নিজেদের ফিট রাখতে হবে।”
গম্ভীরের কাউন্টিতে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সৌরভ বলেন, “সিদ্ধান্তটা ভাল। কারণ, ভারতে এটা অফ সিজন। এই সময়ে ওকে ক্রিকেটের মধ্যে থাকতে হবে। এই বয়সে যত সম্ভব বেশি ক্রিকেট খেলা দরকার ওর। মাত্র ৩০ বছর বয়স গৌতমের। অর্থাৎ, এখনও দশ বছর ক্রিকেট খেলতে পারে। সব খেলোয়াড়কেই দুঃসময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আশা করি, ও এই থেকে শিক্ষা নিয়ে ফিরে আসার জন্য ভাল ক্রিকেট খেলবে।” |