নিকেল আশমেয়াডের হাত থেকে যখন উসেইন বোল্ট ব্যাটন পেলেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন ততক্ষণে এগিয়ে গিয়েছেন। তিরের গতিতে ফিনিশিং লাইনের দিকে ছুটছেন ১০০ মিটারের ইতিহাসে ষষ্ঠ দ্রুততম স্প্রিন্টার। বিশ্ব অ্যাথলেটিক্স মিটে কখনও ছ’টি স্প্রিন্ট ইভেন্টে জামাইকা সোনার দাপট দেখাতে পারেনি। ‘মেয়েদের বোল্ট’ শেলি অ্যান ফ্রেজার প্রাইসের তিনটি সোনার পর ‘জামাইকান বিদুৎ’-এর হাতেই ছিল মস্কোয় সেই দুর্লভ রেকর্ড গড়ার হাতছানি। কিন্তু গ্যাটলিনের এগিয়ে যাওয়া দেখে অনেকেই আশঙ্কায় ছিলেন ‘স্প্রিন্ট কিং’ শেষ পর্যন্ত ৪x১০০ মিটারে সোনা জিততে পারবেন তো? জবাবটা কয়েক মুহূর্ত পরেই দিলেন সর্বকালের সেরা স্প্রিন্টার। লুঝনিকি স্টেডিয়ামে বিনা মেঘেও বিদুৎ নেমে এল ট্র্যাকে! |
সেলিব্রেশনের নতুন ভঙ্গি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিলেতে
সোনা জিতে বোল্টের ‘কসাক নৃত্য’। ছবি: এএফপি |
ফিনিশিং লাইনের ৪০ মিটার আগে থাকতেই গতির ঝড়ে নিজেকে ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে গিয়ে সোনা এল। অটোমেটিক ক্লক তখন দেখাচ্ছে ৩৭.৩৬ সেকেন্ডে রেস শেষ করে মস্কোয় স্প্রিন্টে আমরিকার প্রভুত্ব ধুয়ে মুছে সাফ জামাইকার নেস্তা কার্টার, কেমার বেইলি কোল, নিকেল আর বোল্টের হাতে। বিশ্বের দ্রুততম মানুষ এর পর যখন ইউক্রেনের ‘কসাক’ নাচে উৎসব করতে করতে দর্শকদের মাতিয়ে দিচ্ছেন, যুক্তরাষ্ট্র স্প্রিন্টারদের চোখেমুখে রুপো (৩৭.৬৬) জয়ের ‘যন্ত্রণা’ স্পষ্ট। উৎসব করছিলেন ব্রিটেনের দৌড়বাজরাও। কিন্তু তৃতীয় স্থানে শেষ করলেও নির্ধারিত স্থানের বাইরে ইংরেজ স্প্রিন্টাররা ব্যাটন হাতবদল করায় ব্রোঞ্জ পায় কানাডা (৩৭.৯২)।
মাইকেল জনসন, অ্যালিসন ফেলিক্স আর কার্ল লুইসের পাশাপাশি আটটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ সোনা জেতার রেকর্ড গড়ে বোল্ট বলে দেন, “এ ভাবেই দাপট দেখিয়ে যাব। কঠোর পরিশ্রম করব। এই গ্রেটনেস চালিয়ে যাওয়াটাই আমার লক্ষ্য।” গ্যাটলিনের দৌড় দেখে চিন্তায় পড়ে গিয়েছিলেন? বোল্টের সপাটে জবাব, “জাস্টিনকে নিয়ে চিন্তায় ছিলাম না। জানতাম আমার আগে জাস্টিন ব্যাটন পেলেও ওকে ধরতে পারব। যত দ্রুত সম্ভব দৌড়তে হবে। সেই মুহূর্তে শুধু এটাই মাথায় ছিল।” |
সুপারম্যান ক্লাব
অ্যাথলেটিক্সের ট্র্যাক থেকে ক্রিকেটের বাইশ গজ, টেনিস কোর্ট থেকে গল্ফ কোর্স এই পাঁচ
ক্রীড়াবিদের নামপ্রতিভাও কৃতিত্বের জোরে তাঁদের পছন্দের খেলাটার সঙ্গে সমার্থক হয়ে
গিয়েছে। অসাধারণ পাঁচটা কেরিয়ারে এসেছে এমন কিছু ঐতিহাসিক রেকর্ড,
যা ভাঙা প্রায় অসম্ভব। স্পোর্টসম্যান থেকে এঁরা এখন সুপারম্যান। |
উসেইন বোল্ট
বেজিং ও লন্ডন অলিম্পিকে ডাবল হ্যাটট্রিক (১০০, ২০০, ৪x১০০ রিলে)
২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক (১০০, ২০০,
৪x১০০ রিলে) |
সচিন তেন্ডুলকর
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি (টেস্টে ৫১, ওয়ান ডে-তে ৪৯)
টেস্ট এবং ওয়ান ডে-তে সর্বাধিক রানের রেকর্ড (টেস্ট ১৫৮৩৭, ওয়ান ডে ১৮৪২৬) |
রজার ফেডারার
৩০২ সপ্তাহ ধরে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর (২০০৪-’০৮ টানা ২৩৭ সপ্তাহ)
১৭টা গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাব জয়।
প্রতিটা গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে অন্তত পাঁচ বার খেলা। |
মাইকেল ফেল্পস
অলিম্পিকে সবচেয়ে বেশি পদক (২২)
একটা অলিম্পিক গেমসে সবচেয়ে বেশি সোনা (৮)
সবচেয়ে বেশি অলিম্পিক সোনা (১৮) |
টাইগার উডস
সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিংয়ে এক নম্বর।
সবচেয়ে কম বয়সি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও মরসুমে চার মেজর চ্যাম্পিয়নশিপ জয়। |
|
বেজিং আর লন্ডন অলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিক করার পর দায়েগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটুর জন্য হাতছাড়া হয়েছিল ‘ট্রিপল’। ১০০ মিটারে ফলস স্টার্টে ছিটকে যাওয়ায়। রবিবাসরীয় মস্কোয় বিশ্ব মিটে আট নম্বর সোনা জিতে যেন শাপমুক্তি ঘটল জামাইকার মহাতারকার। সর্বকালের সেরা স্প্রিন্টার হওয়ার দৌড়ে কার্ল লুইস, মাইকেল জনসনের মতো কিংবদন্তিদেরও পিছনে ফেলে দিলেন বোল্ট। কার্ল লুইসের অলিম্পিকে ৯টি সোনার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে আটটি সোনা রয়েছে। কিন্তু অলিম্পিকে চারটি আর বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা লুইস জিতেছিলেন লং জাম্পে। আর এক মার্কিন কিংবদন্তি মাইকেল জনসন চারটি অলিম্পিকে আর আটটি সোনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতলেও বোল্টের মতো পরপর দুটি অলিম্পিকে সোনার হ্যাটট্রিকের দাপট দেখাতে পারেননি।
গত বছর লন্ডন অলিম্পিকে তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছিলেন কার্ল লুইস। কে জানত লুইসের দেশের স্প্রিন্টাররা সবথেকে নির্মম জবাবটা পাবেন মস্কোতেই! |
রেকর্ড শেলিরও
সংবাদসংস্থা • মস্কো |
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম মহিলা স্প্রিন্টার হিসেবে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন শেলি অ্যান ফ্রেজার প্রাইস। জামাইকার তারকা অ্যাথলিট ১০০ মিটার, ২০০ মিটারের পর রবিবার তৃতীয় সোনা জেতেন মেয়েদের ৪x১০০ মিটার রিলেতে। অ্যাঙ্কর লেগে ব্যাটন নেওয়ার সময়ই জামাইকান স্প্রিন্টার অনেকটা এগিয়ে গিয়েছিলেন। শেলির দুরন্ত গতিতে শেষ পর্যন্ত জামাইকার মেয়েরা ৪১.২৯ সেকেন্ডের চ্যাম্পিয়নশিপ রেকর্ড স্পর্শ করেন। ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার আর ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতলেও দু’বছর পর দায়েগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে শুধু রিলেতে রুপো ছাড়া সাফল্য ছিল না শেলির। মস্কোতে সেই হতাশা ঝেড়ে ফেলে জামাইকাকে অনবদ্য রেকর্ডের সামনে নিয়ে গেলেন তিনি। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর সোনা জয়ের সংখ্যা হল পাঁচ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়ে স্প্রিন্টারদের সর্বকালীন সোনা জয়ের রেকর্ড অ্যালিসন ফেলিক্সের। আটটি। মস্কোয় দুরন্ত দাপট দেখিয়ে ২৬ বছর বয়সি তারকা স্প্রিন্টার সেই রেকর্ড ভাঙার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন। |