আইপিএস অফিসারের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শনিবার এক যুবক গ্রেফতার হয়েছে। ধৃতের নাম অয়ন সরকার। বাড়ি সোদপুরে।
পুলিশ জানায়, ওই যুবক সোদপুরে একটি প্লেসমেন্ট অফিস চালায়। দিন কয়েক আগে মালদহের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। তরুণীর অভিযোগ, অয়ন আইপিএস অফিসার পরিচয় দিয়ে তাঁকে সরকারি ব্যাঙ্কে অফিসার পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে চায় আড়াই লক্ষ টাকা। অগ্রিম বাবদ চল্লিশ হাজার টাকা দিতে বলে। ওই তরুণী অয়নকে লেক এলাকার একটি রেস্তোরাঁয় দেখা করতে বলেন।
পুলিশ জানিয়েছে, অয়ন অগ্রিম টাকা নেওয়ার সময়ে স্ট্যাম্প পেপারে চাকরি দেওয়ার কথা লিখে দেবে বলে। অভিযোগকারিণী পুলিশকে জানান, রেস্তোরাঁয় অয়নকে দেখে সন্দেহ হলে তিনি টাকা না দিয়ে তার পরিচয়পত্র দেখতে চান। তা দেখাতে পারেনি অয়ন। পুলিশ জেনেছে, এর আগেও অয়ন নিজের প্লেসমেন্ট অফিসে টাকা নিয়ে কয়েক জনকে প্রতারিত করেছিল।
অন্য দিকে, এক ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগে শুক্রবার সন্তোষপুর থেকে সুস্মিতা মজুমদার নামে এক মহিলাকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানায়, জুন মাসে দুর্গাপুরে এক বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে মনোজ অগ্রবাল নামে ওই ব্যবসায়ীর থেকে ১০ হাজার টাকার চেক ও নথি নিয়ে যান পবন বনশল নামে এক ব্যক্তি। কিছু দিন পরে মনোজবাবু দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৬ লক্ষ টাকা উধাও। পুলিশ জানতে পারে, ওই ব্যাঙ্কের ব্যারাকপুর শাখা থেকে সুস্মিতা মজুমদার নামে এক মহিলা ওই টাকা তুলেছেন। ধৃতকে জেরা করে পবনের খোঁজ চলছে। |