টুকরো খবর
শহরে তিনটি অস্বাভাবিক মৃত্যু
এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ মিলল। রবিবার, রিজেন্ট পার্ক থানার চাকদা আনন্দ পল্লিতে। মৃতা মৌ নাথ (১৬) অশোকনগর গার্লস হাইস্কুলে একাদশ শ্রেণিতে পড়ত। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। পুলিশ জানায়, বাড়িতে একাই ছিল মৌ। ওই ছাত্রীর ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ নিয়ে ধন্দে তদন্তকারীরা। এ দিনই কালীঘাট থানার রূপনারায়ণ নন্দন লেনের একটি বাড়িতে এক যুবকের ঝুলন্ত দেহ মেলে। মৃত হেমন্তকুমার সিংহ (২৩) গুড়াপের বাসিন্দা। পুলিশ জানায়, হেমন্ত তাঁর দাদার সঙ্গে থাকতেন। দু’জনেই গৃহসজ্জার ব্যবসায় যুক্ত। পুলিশ জেনেছে, পারিবারিক অশান্তির কারণে অবসাদে ভুগছিলেন হেমন্ত। তাই তিনি আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান। অন্য দিকে, দমদম রোডে এক গৃহবধূর অপমৃত্যুর ঘটনায় শনিবার তাঁর স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সর্বাণী সাহা (২৪) নামে ওই বধূকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিজনেরা। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অভিযোগ, চার বছর আগে দমদমের বিপ্লব সাহার সঙ্গে বিয়ের পর থেকেই পণের দাবিতে সর্বাণীর উপরে অত্যাচার চলত। এর ভিত্তিতেই বিপ্লববাবু ও তাঁর বাবা বুদ্ধদেব সাহা গ্রেফতার হন।

প্যারোলে মুক্ত আসামি ফের জেলে
বিতর্কের জেরে প্যারোলে মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জেলে ফিরিয়ে আনা হল খাদিম-কর্তা অপহরণ মামলার অন্যতম আসামি আব্দুল রহমান কুঞ্জিকে। জেল সূত্রের খবর, ওই মামলাতেই প্যারোলে ছাড়া পাওয়া আসামি সৌকত আলির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। দু’তিন দিনের মধ্যে তাকেও ফিরিয়ে আনা হবে। চলতি মাসের শুরুতে আব্দুল ও সৌকতকে ১৫ দিনের জন্য প্যারোলে মুক্তি দেন আলিপুর জেল কর্তৃপক্ষ। পুলিশের সঙ্গে আলোচনা না-করেই খাদিম-কর্তা অপহরণের মতো গুরুত্বপূর্ণ মামলার দুই বন্দিকে কী ভাবে ছাড়া হল, প্রশ্ন তোলে এসটিএফ। তদন্তের নির্দেশ দেন আইজি (কারা) রণবীর কুমার। আলিপুর জেল থেকে প্যারোলে মুক্তি দেওয়াও স্থগিত রাখা হয়। তার পরেই দুই বন্দিকে ফেরানোর তোড়জোড় শুরু করে কারা দফতর।

রাতের রাস্তায় বাইক-বাজি, ধৃত ৩
মত্ত অবস্থায় বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম পরভিন কুমার, মহম্মদ জামিল ও মহম্মদ সারফারোজ। রবিবার আদালতে তোলা হলে বিচারক তাদের ৩১ অগস্ট পর্যন্ত জেল-হাজতে রাখার নির্দেশ দেন। রাতে বাইক-বাহিনীর দৌরাত্ম্য বন্ধ করার জন্য কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানায়, শনিবার রাত সওয়া ১২টা নাগাদ মত্ত অবস্থায় এক বাইক আরোহী কাশীপুর নাকা পেরোনোর চেষ্টা করে। মোটরবাইকে তার সঙ্গে আরও দুই যুবক ছিল। নাকায় আটকানো হলে ওই তিন যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে। তার পরেই তাদের গ্রেফতার করা হয়। মেডিক্যাল পরীক্ষায় জানা যায়, তারা মদ খেয়ে বাইক চালাচ্ছিল।

কাউন্সিলরকে ঘিরে নিকাশি-বিক্ষোভ
কয়েক সপ্তাহ ধরে বর্ষার জল জমে আছে। নিকাশি বেহাল। তৃণমূলের কাউন্সিলর গৌরী নস্করকে ঘিরে বিক্ষোভ দেখালেন মহেশতলা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সুখদেবপুরের বাসিন্দারা। রবিবার দুপুরে তাঁরা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে যান গৌরীদেবী। তিনি বলেন, “ওখানকার নালা দু’বার পরিষ্কার করা হয়েছে। কেউ বালির বস্তা ও ইট ফেলে বুজিয়ে দিয়েছে। এ দিন বিক্ষোভকারীরা কটূক্তি করে, কাদাজলে হাঁটতে বাধ্য করায়।” তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন বলে জানান কাউন্সিলর।

‘অপহরণ’, ধৃত ২
এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দু’জন গ্রেফতার হল। ধৃতদের নাম ফৈয়দ হোসেন ও বাচ্চু সিংহ। রবিবার আদালত তাদের ৫ দিনের পুলিশি হেফাজত দেয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানায়, পেশায় প্রোমোটার দীপঙ্কর দাস শনিবার বাড়ি না ফেরায় অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। ওই রাতেই ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ফোনের টাওয়ার লোকেশন দেখে রবিবার পার্ক সার্কাসে দীপঙ্কর-সহ ফৈয়দ ও বাচ্চুর খোঁজ মেলে। পুলিশের অনুমান, ব্যবসায় টাকা-পয়সা ভাগ-বাঁটোয়ারা নিয়ে গোলমালেই এই অপহরণ।

দু’জনের অপমৃত্যু
বেহালায় একই দিনে দু’জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, রবিবার সকালে কবিগুরু সরণি এলাকায় কংসারি বারুই (৫৩) নামে এক রিকশাচালকের ঝুলন্ত দেহ পাওয়া যায় তাঁর বাড়িতে। তিনি অনটনে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ। সন্ধ্যায় নিজের বাড়িতে সোমনাথ দাঁ ওরফে বাবলু (২৮) নামে এক যুবকের ঝুলন্ত দেহ মেলে শিশির বাগান লেনে। কর্মহীন সোমনাথ অবসাদ থেকে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

মন্দিরে গয়না চুরি
মন্দিরের দরজা ভেঙে চুরি গেল গয়না। শনিবার রাতে, গার্ডেনরিচে। পুলিশ জানায়, একটি বাড়ির নীচে ওই মন্দিরটি। রবিবার দেখা যায়, বিগ্রহের গয়না উধাও। পুলিশ জানায়, ওই গয়নার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.