টুকরো খবর
নতুন কমিশনার
পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিনীত গোয়েল। ২০১১ সালের ১ সেপ্টেম্বর গঠিত হয় এই কমিশনারেট। তখন থেকেই কমিশনারের দায়িত্বে ছিলেন অজয় নন্দ। শুক্রবার তাঁর জায়গায় এলেন বিনীতবাবু। তিনি আশ্বাস দেন, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা উন্নত করার পাশাপাশি দুষ্কৃতী দমনের ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ করা হবে। রাজ্য পুলিশের স্পেশাল আইজি পদমর্যাদার অফিসার বিনীতবাবু জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ দমনে ভূমিকা নিয়েছিলেন। শিল্পাঞ্চলে গত বছর দেড়েকে প্রাক্তন সিপিএম বিধায়ককে খুন-সহ নানা ঘটনার কোনও কিনারা হয়নি। সে প্রসঙ্গে রাষ্ট্রপতি সম্মানে ভূষিত এই অফিসার বলেন, “পুরনো সব অপরাধের তদন্ত কী অবস্থায় রয়েছে, তা-ও ভাল ভাবে খতিয়ে দেখা হবে।”

বেহাল রাস্তা, অবরোধ বোরিংডাঙায়
বেহাল রাস্তার অভিযোগ তুলে পথ অবরোধ করলেন বাসিন্দারা। শনিবার জামুড়িয়া থানা রোডে বোরিংডাঙার কাছে কয়েক ঘণ্টা অবরোধ করেন তাঁরা। পরে জামুড়িয়ার সিপিএমের পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ওই রাস্তা সংস্কারের দাবিতে রবিবার সকালেও পথ অবরোধ করেন বাসিন্দারা। কিন্তু একই দাবিতে পরপর দু’দিন রাস্তা রাস্তা অবরোধের বিরোধীতা করেন ওই পাড়ারই একদল বাসিন্দা। অবরোধকারীদের সঙ্গে হাতাহাতি বেধে যায় তাঁদের। ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবরোধ তুলতে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশ অবশ্য লাঠি চালানোর কথা অস্বীকার করেছে।

অস্বাভাবিক মৃত্যু
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হল অন্ডালের পিওর জামবাদ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম চামেলী বাউড়ি (২১)। রবিবার সকালে পুলিশ মৃতার শ্বশুরবাড়ি থেকে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃতার স্বামী নরেশবাবু জানিয়েছেন, শনিবার তাঁরা মনসাপুজো দেখতে গিয়েছিলেন। চামেলীদেবী শরীর খারাপ বলে একা বাড়ি চলে আসেন। রবিবার সকালে তাঁরা বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রী বাড়ির ভিতর গলায় দড়ি লাগিয়ে ঝুলছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

ট্রাক্টর আটক
রাষ্ট্রায়ত্ব কারখানা থেকে চোরাই লোহা বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে হিরাপুর থানার পুলিশ। শনিবার রাতে আসানসোল পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে চাপাপট্টি এলাকা থেকে ওই ট্রাক্টরটিকে ধরা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে লোহা চুরির অভিযোগ মিলছিল। এ দিন অবশ্য পাচারে জড়িত তিন জনের নাগাল মেলেনি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আলোচনা সভা
হিন্দি ভাষার কথা সাহিত্যিক মুন্সি প্রেমচন্দকে নিয়ে সম্প্রতি একটি আলোচনাচক্র হল রানিগঞ্জের শ্রীদুর্গা বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র রায়, রামপ্রকাশ মিশ্র এবং ডিপি বার্নোয়াল। অনুষ্ঠান মঞ্চ থেকেই রানিগঞ্জের ১১ টি বিদ্যালয়ের প্রথম স্থান পাওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

উপনির্বাচন স্থগিত
আসানসোল ও কুলটি পুরসভার তিনটি ওয়ার্ডে উপনির্বাচন স্থগিত হয়েছে বলে জানিয়েছেন আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাস। ২১ সেপ্টেম্বর এই তিন ওয়ার্ডের উপনির্বাচন হওয়ার কথা ছিল। দিন পরিবর্তন হয়ে ২২ নভেম্বর নির্বাচনগুলি হওয়ার কথা রয়েছে।

মন্দিরে চুরি
শনিবার গভীর রাতে দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লির একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার সকালে তাঁরা দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। মূর্তির গয়না ও প্রণামী বাক্সের টাকা উধাও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোথায় কী
দাঁইহাট
নজরুল স্মরণসভা। পাঠাগার প্রাঙ্গন। দুপুর ১২টা।
উদ্যোগ: মহকুমা তথ্য ও সাংস্কৃতিক বিভাগ ও জিতেন্দ্র মিত্র স্মৃতি পাঠাগার।

দুর্গাপুর
আমন্ত্রন ফুটবল প্রতিযোগিতা। এবিএল মাঠ। বিকাল ৩টা।
প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতার। গ্যামন ব্রিজ মাঠ। বিকাল সাড়ে ৩টা।

রানিগঞ্জ
ফুটবল প্রতিযোগিতা। রাজবাড়ী মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.