খেলার টুকরো খবর

ট্রেনের বন্ধুত্বের সঙ্গী ফুটবল
ভোর বেলা নাকে মুখে কিছু গুঁজেই ছুট ট্রেন ধরতে। নিদিষ্ট গন্তব্যে নেমে কাজে ডুব। তারপর আবার দ্রুত পায়ে ট্রেন ধরা। এটাই ওদের রোজনামচা। একঘেয়ে এই জীবন থেকে কয়েক ঘণ্টার মুক্তির জন্য বছরের একদিন ওদের সঙ্গী ফুটবল। ওরা সবাই ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেসের প্রথম বগির নিত্যযাত্রী। রবিবার দুর্গাপুরের ডিপিএলের শ্রমিক মঙ্গল মাঠে ফুটবল খেললেন নিজেদের মধ্যে পাঁচটি দলে ভাগ হয়ে। অনেকে এসেছিলেন আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ থেকে, আবার কেউ কেউ অন্ডাল, মানকর, বাঁকুড়া থেকে। শুধুই মজা নয়, হল রীতিমত লড়াই। রেফারির সঙ্গে তর্কও বাঁধল কয়েক বার। কারও কারও খেলা দেখে বোঝার উপায় নেই যে তাঁরা একদিনের জন্যই মাঠে নেমেছেন। খেলা দেখতে ‘খেলোয়াড়’দের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা।
জয়ের পরে।—নিজস্ব চিত্র।
আয়োজকরা জানালেন, তাঁরা প্রত্যেকেই ধানবাদ থেকে হাওড়াগামী কোলফিল্ড এক্সপ্রেসের প্রথম বগির নিত্যযাত্রী। কেউ যান হাওড়া। কেউ আবার নামেন মধ্যবর্তী কোনও স্টেশনে। দীর্ঘদিন একসঙ্গে যাতায়াত করার সূত্রেই গড়ে উঠেছে সম্পর্ক। তাকে আরও নিবিড় করার জন্যই বছরের কোনও এক রবিবার সবাই মিলে একসঙ্গে ফুটবল খেলার উদ্যোগ নেওয়া হয়। প্রতিবার বেছে নেওয়া হয় আলাদা মাঠ। ২০০৬ সাল থেকে চলে আসছে এই উদ্যোগ। এ দিনের খেলায় ফাইনালে কোলফিল্ড সুপার স্টার ৪-০ গোলে হারিয়ে দেয় কোলফিল্ড ইলেভেন স্টারকে। তিনটি গোল করেন প্রাক্তন মোহনবাগান ও জাতীয় দলের খেলোয়াড় গৌতম দে। একটি গোল করেন তাঁর ছেলে সায়ন্তন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় অমিতাভ ঘোষ, জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সৌমেন বন্দ্যোপাধ্যায়।

জয়ী শিবাজি সঙ্ঘ
সুপার ডিভিশন ফুটবলে শিবাজি সঙ্ঘ ৪-০ গোলে হারিয়েছে বড়শূল ইয়ংমেন্স অ্যাসোসিয়েশনকে। শিবাজির হয়ে দু’টি গোল করেন কাল্টু হেমব্রম, ভোলানাথ হাঁসদা ও মহাদেব কিস্কু। প্রথম ডিভিশনে আমরা সবাই ক্লাব ২-০ গোলে হারিয়েছে ওয়েষ্ট বর্ধমান আথলেটিক ক্লাবকে। গোল করেছে রাজীব মুর্মু ও বিমল বাস্কে। এই ডিভিশনের অন্য ম্যাচে তরুণ স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে হারিয়েছে চৌরঙ্গী ক্লাবকে। তরুণের পক্ষে গোল করেন সুজিত বাস্কে, অমল কিস্কু, অশোক সাঁই ও তপন কোড়া। চৌরঙ্গীর পক্ষে ব্যবধান কমান রাতুল দাস ও লক্ষ্মণ হেমব্রম।

ক্যারাটেতে পদক
কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত রাজ্য আন্তঃ বিদ্যালয় ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়ানশিপে ১২টি পদক পেল বর্ধমান। এর মধ্যে তিনটি সোনা, দু’টি রূপো ও সাতটি ব্রোঞ্জ। সোনা পেয়েছে দেবনীল মণ্ডল, মৃত্যুঞ্জয়কুমার রায় ও আয়ুষ প্রসাদ। রূপো পেয়েছে মৃত্যুঞ্জয়কুমার রায় ও দেবপ্রতীম চট্টোপাধ্যায়।

জিতল ইটাপাড়া
বারাবনি ব্লক কো অর্ডিনেশন স্পোর্টস অ্যাকাডেমির উদ্যোগে পানুড়িয়া-জামগ্রাম-ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় লিগ কাম নক আউট ফুটবলে রবিবারের খেলায় বিজয়ী হল ইটাপাড়া এফসি। তারা কাপিষ্টা শিবসঙ্ঘকে ২-০ গোলে হারায়।

হারল ভারতী
অমূল্যরতন বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন বোস ও পাপ্পু রানা স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অআকখ কালচারাল ক্লাব। তারা টাইব্রেকারে ৫-৪ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারায়।

জয়ী আড়াডাঙা
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবলে রবিবারের খেলায় বিজয়ী হল আড়াডাঙা এমবিজি। তারা বড়পুকুড়িয়া একেএসকে ১-০ গোলে হারায়।

নিয়ামতপুরের হার
নেতাজি গোল্ড কাপ ফুটবলে প্রথম দিনের খেলায় বিজয়ী হল রামনগর ইন্দ্রজিৎ এফএ। তারা নিয়ামতপুর এফসিকে ২-১ গোলে হারায়।

হারল অগ্রণী
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতার রবিবার উখড়া ফুটবল অ্যাকাডেমি ১-০ গোলে অগ্রণী সঙ্ঘকে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.