চলতি খাতে বাণিজ্য লেনদেন ঘাটতিতে রাশ টেনে টাকার পতন রুখতে ফের পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক ও কেন্দ্র।
দেশ থেকে ডলার বেরোনো রুখতে বুধবার সোনার ছোট ও বড় কয়েন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে কেন্দ্রীয় অর্থ বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম বলেন, এর ফলে এ বার যে কোনও ভাবে, যে কোনও শুদ্ধতার সোনা আমদানি করতে ছাড়পত্র লাগবে বৈদেশিক বাণিজ্য দফতরের। আমদানি করা সোনার অন্তত ২০% রফতানির যে নিয়ম চালু হয়েছে, অশোধিত সোনাও এর আওতায় আসবে।
বিদেশে ডলার যাওয়া রুখতে রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া অন্যান্য নির্দেশ হল
• বিদেশে নিট সম্পদের ১০০%-এর বেশি লগ্নি করতে পারবে না ভারতীয় সংস্থাগুলি। আগে এই সীমা ছিল ৪০০%। তবে কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা এই নিয়মের বাইরে।
• ‘লিবারালাইজড রেমিট্যান্সেস স্কিম’-এর অধীনে অর্থবর্ষে ৭৫ হাজার ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন কোনও ভারতীয়। এত দিন ঊর্ধ্বসীমা ছিল ২ লক্ষ ডলার।
• ওই প্রকল্পে বিদেশে কেনা যাবে না স্থাবর সম্পত্তিও।
তবে এ থেকে যাতে শিল্পের কাছে ভুল বার্তা না-যায়, তাও নিশ্চিত করতে চেয়েছেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি বলেন, “ব্যবস্থাটি সাময়িক। সঠিক সময়ে শীর্ষ ব্যাঙ্ক তা পুনর্বিবেচনা করবে।”
বাজার বন্ধের পর এই সমস্ত সিদ্ধান্ত ঘোষিত হলেও লেনদেনের সময় কিন্তু দিন ভাল যায়নি টাকার। এ দিন ডলারের সাপেক্ষে তার দর পড়েছে ২৪ পয়সা। ডলারের দাম দাঁড়িয়েছে ৬১.৪৩ টাকা। যা সর্বকালীন রেকর্ড।
|