|
|
|
|
লেক মলের উদ্বোধন |
ছোট ব্যবসায়ীদের পাশেই থাকতে বদ্ধপরিকর মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে এফডিআই-এর বিরোধিতা করে কেন্দ্রীয় সরকার থেকে সরে দাঁড়িয়েছিল তাঁর দল। এ বার সেই ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই শহরে বাজারগুলির উন্নয়নে এগোতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “এফডিআই চাই না। এখানকার ছোট ছোট ব্যবসায়ী ও তাঁদের পরিবারের কাছে আমরা দায়বদ্ধ। তা ফলপ্রসূ করতে হবে।”
বুধবার দক্ষিণ কলকাতায় কলকাতা পুরসভার সঙ্গে পিপিপি মডেলে গড়ে ওঠা প্রথম বাণিজ্য-কেন্দ্র লেক মলের উদ্বোধন করেন মমতা। লেক মার্কেট নামে পরিচিত এই বাজারটি পুরসভার নিজস্ব ছিল। ১৯৮৭ সালে সেটি পিপিপি মডেলে তৈরির জন্য চুক্তি হয়। তার পর থেকে দীর্ঘদিন আগেকার অবস্থাতেই পড়ে ছিল। এ দিন মমতা বলেন, “এটা একটা টেস্ট কেস। এই বাজারে কাঁচা মাল, গয়নাগাঁটি সবই পাবেন।” একই সঙ্গে তিনি বলেন, “শহরের অনেক বাজার ভাঙা অবস্থায় রয়েছে। নিরাপত্তা নেই। নেই অগ্নি-নির্বাপণের ব্যবস্থাও। সেগুলোরও আধুনিকীকরণ করা দরকার।” |
|
লেক মলের উদ্বোধনে টলিউডের শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার।—নিজস্ব চিত্র |
অনুষ্ঠানে পুরনো ঘটনার স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, “কবি সুভাষ মুখোপাধ্যায় এই এলাকায় থাকতেন। তাঁর বাড়িতে মাঝে মাঝে আসতাম। প্রায়ই বলতেন বাজারের ভিতরে হকারদের একটা স্থায়ী ব্যবস্থার জন্য।” মমতার কথায়, “দীর্ঘকাল ধরে এই বাজারটা হচ্ছিল না। পুর-প্রশাসনকে বলেছিলাম দ্রুত ব্যবস্থা নিতে। বাণিজ্যে বসতে লক্ষ্মী। সেটাই আবার ফিরিয়ে আনতে হবে।” শিল্প প্রতিষ্ঠানগুলিকে ওই বার্তাই দিতে চান তিনি। তিনি বলেন, “যত বেশি কর্ম সৃষ্টি হবে, ততই লাভ হবে বেকার যুবকদের।”
পুরসভা সূত্রের খবর, ‘বেঙ্কটেশ ফাউন্ডেশন’ নামে এক সংস্থা লেক মল নির্মাণ করেছে। সাততলা মলের নীচের তলে পুরনো দোকানগুলি পুনর্বাসন পেয়েছে। পুরসভার বাজার দফতর সূত্রে খবর, পুরনো লেক মার্কেটে ৩৩৩ জন হকার ও স্টল ছিল। এর মধ্যে ২৫০ জনকে মলে জায়গা দেওয়া হয়েছে। বাকি ৪৫ জনের স্টল তৈরি। ৩৮ জনের জন্য জায়গা তৈরি হচ্ছে।
পিপিপি মডেলে নতুন ওই মল গড়ে তোলায় পুর-প্রশাসনেরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দাঁড়িয়েই প্রোমোটার সংস্থার কর্তার কাছে জানতে চান, সব হকারকে জায়গা দেওয়া হয়েছে কি না। ঘাড় নেড়ে সম্মতি জানান বেঙ্কটেশের কর্ণধার শ্রীকান্ত মোহতা। পরে পুলিশের উদ্দেশে মমতা বলেন, “শুধু পুরসভা বা মল কর্তৃপক্ষ নয়, আপনারাও নজর রাখবেন। সবাই স্থানীয় বাসিন্দাদের সাহায্য করবেন।” অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মেয়র শোভন চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার, তারক সিংহ প্রমুখ। ছিলেন টলিউডের একঝাঁক তারকাও।
|
পুরনো খবর: খুলবে লেক মল, তবে হকার নিয়ে এখনও সংশয় |
|
|
|
|
|